পৌষেই উধাও শীত, বাড়ছে তাপমাত্রা! ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস

তৃতীয়পক্ষ ওয়েব- পৌষে মাঝ বরাবর এসে গায়েব হল শীত। আবহাওয়া দফতর জানাচ্ছে, উষ্ণতার পারদ নামার বদলে, উলটে বাড়ছে। এর সঙ্গে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। বর্তমানে উত্তরপ্রদেশের উপর অবস্থান করা ঘূর্ণাবর্তের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে বাংলার বেশ কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে বুধবার থেকেই।

উত্তুরে হাওয়ার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমি ঝঞ্ঝা। যার ফলে, পশ্চিমবঙ্গের তাপমাত্রা কমার বদলে বৃদ্ধি পাচ্ছে। ক্রিসমাস পেরিয়ে বর্ষশেষ এবং বর্ষবরণের আনন্দে মাতোয়ারা মানুষজন। পিকনিকের আমেজ নিয়ে ফুরফুরে মেজাজে সকলে। এই সময় ঠান্ডার তীব্রতা কম থাকায়, আনন্দে কোনরকম খামতি হবে না বলেই মনে করা হচ্ছে। তবে আজ এবং আগামীকাল মুর্শিদাবাদ, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।

শেয়ার করতে:

You cannot copy content of this page