গিরিশে মেফিস্টো এবং আগুন
তৃতীয়পক্ষ ওয়েব- এসি তে আগুন লেগে প্রেক্ষাগৃহ হলো ধূম্রকুঞ্জ। চলছে ‘চেতনার পঞ্চাশ বছর উদযাপন। আজ ২৩শে নভেম্বর, ২০২২ – চেতনা’র শেষ শো ‘মেফিস্টো’ উপস্থাপন করার কথা ছিল। কথা মতো সন্ধে ছ’টায় হল পুরো কানায় কানায় ভরতি। শেষ নাটক দেখতে সিট পুরো বুক হয়ে গিয়েছিল। একে একে হলে লোক ঢুকতে শুরু করেছে। সেই সময়েই হালকা ধোঁয়ার রেশ দেখতে পান দর্শকেরা। এরপর কিছু সময়ের মধ্যে ধোঁয়ায় ভরে যায় চারদিক। নাটকের কর্মকর্তা সুমন ‘লাল’ মুখোপাধ্যায় এরপর জানালেন বৈদ্যুতিক গোলযোগের কথা। তবে সবাইকে সুস্থ মতো বের করে আনা হয়েছে। তিনি জানিয়েছেন, একটু দেরি করে হলেও শো হবে, নাহলে অন্য কোনও দিন ধার্য করা হবে।
প্রসঙ্গত, চেতনার ৫০ বছরের নাট্যোৎসবের বিশাল আয়োজনের একক কৃতিত্ব সুজন মুখোপাধ্যায়ের। সুজন এবং ওর তরুণ তুর্কীর দল এই উৎসব প্রাণ ঢেলে সাজিয়েছে। মানুষের যে বিপুল সাড়া, উচ্ছ্বাস ও ভালোবাসা আগামী দিনের পাথেয় হয়ে থাকবে। আজকের নাটক মেফিস্টোর পরিচালনা সুমন মুখোপাধ্যায়ের।