হ্যান্ডলুম

এই গরমে বেছে নিন হ্যান্ডলুমের পোশাক

তৃতীয়পক্ষ ওয়েব- প্যাচপেচে গরম নিত্যসঙ্গী হয়ে উঠেছে। এরকম পরিস্থিতিতে আরামে থাকতে হলে পোশাকও বাছতে হবে আরামদায়ক। যাতে ত্বকও শ্বাস নিতে পারে আর আপনিও সুন্দর থাকবেন। যে কোনও দেশজ, হ্যান্ডলুম ফ্যাব্রিক সেক্ষেত্রে আপনার সহায়তা করতে পারে। আধুনিক ভারতীয় মেয়েদের জন্য ক্যাজুয়াল ও কাজের পোশাকের সম্ভার এখন তৈরি হয়েছে গ্রাম বাংলার হাতে কাটা সুতোয় বোনা হ্যান্ডলুম কাপড়ে। এগুলোর মধ্যে খুব স্টাইলিশ সন্ধের পোশাক যেমন আছে, সেরকম ক্লাবিংয়ের পোশাকও রয়েছে।

handloom
খুব সিম্পল একটি ড্রেস বা শাড়ির কম্বিনেশনকে আকর্ষক করে তোলার জন্য ব্যবহার করুন সঙ্গে স্টোল বা স্কার্ফ। গরমকালেও জামদানি বা মিহি সুতোয় বোনা স্কার্ফ অথবা শ্রাগ ব্যবহার করা যায়। এর সঙ্গে বাংলার প্রচলিত একান্ত নিজস্ব কাঁথা কাজের দুপাট্টা। মিক্স অ্যান্ড ম্যচ করে পরলে স্টোল বা দুপাট্টা খুব সাদামাঠা পোশাককেও আকর্ষক করে তুলতে পারে। আর এই সময় সাদা, ধূসর, জলপাই সবুজ, নীল(ইন্ডিগো), ঘিয়ে রং দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে। গোলাপি, হলুদ বা কমলাও পরতে পারেন অবশ্যই!
handloom saree
এই ধরনের পোশাকের সঙ্গে কেমন গয়না পরবেন। ঘাস দিয়ে চমৎকার সব গলার গয়না তৈরি হয়, সেই সঙ্গে বহুদিনের চেনা টেরাকোটার অলঙ্কার তো আছেই। এছাড়া বাছতে পারেন বেত বা ঘাসে তৈরি ব্যাগ, কাঁথা কাজের স্লিং ব্যাগও খুব সুন্দর দেখতে হয়। সঙ্গে মেকআপ রাখুন মিনিমাল। সামান্য কাজল আর মাসকারা অবশ্য ব্যবহার করতে পারেন চোখে। ঠোঁটে থাকুক ন্যুড শেডের লিপস্টিক।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page