কলকাতা জুড়ে ভুয়ো কল সেন্টারের রমরমা, ধৃত ১০
তৃতীয়পক্ষ ওয়েব- বেশ অনেকদিন ধরেই চলছিল এই ভুয়ো কল সেন্টার। অভিযোগ আসছিল অনেকের থেকেই। বিদেশী নাগরিকদের থেকে টাকা পয়সা লুঠ করার অভিযোগ উঠতেই সাইবার পুলিশের হাতে এলো বড়ো চাঁই। হাতে নাতে গ্রেফতার হলো ১০ জন।
মঙ্গলবার গোপনসূত্রে খবর পেয়ে কলকাতা সাইবার ক্রাইম শাখার সিনিয়র আধিকারিকরা রাজারহাটে এক কলসেন্টারে হানা দেয়, সেখানেই গ্রেফতার হয় অভিযুক্তরা। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর বেআইনি নথি সহ একাধিক মোবাইল, ল্যাপটপ।
বিধাননগর কমিশনরেটের এক আধিকারিক এই প্রসঙ্গে বলেন, “ মাইক্রোসফটের মতো ব্র্যান্ডের নাম ভাঙিয়ে জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, পর্তুগাল এবং চেক প্রজাতন্ত্রের মতো দেশে লোকেদের কাছ থেকে নানারকম অছিলায় টাকা আত্মসাৎ করে অভিযুক্তরা।
ধৃতরা হলেন উল্টোডাঙ্গার বাসিন্দা মণীশ রাউত ও সুরজ সিং, রাজ জয়সওয়াল। আমহার্স্ট স্ট্রিটের বাসিন্দা বলবিন্দর সিং গিল, বেলঘরিয়ার বাসিন্দা অরিন্দম সাউ, সোদপুরের ঘোলার বাসিন্দা গৌতম সরকার। মধ্যমগ্রামের বাসিন্দা রাজা কুর্মি, গ্রেপ্তার করা হয়েছে নিমতার বাসিন্দা শমিক সরকার, অমিত মণ্ডল, বেলেঘাটা ও নারকেলডাঙ্গার অঞ্চলের বাসিন্দা শাহিল আহমেদ।
পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় প্রতারণা, প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য এবং ভারতীয় টেলিগ্রাফ আইনের প্রাসঙ্গিক ধারার অধীনে মামলা দায়ের করা হয়েছে তাঁদের বিরুদ্ধে।