ইস্তফা না দিয়েই সস্ত্রীক শ্রীলঙ্কা ছাড়লেন গোটাবায়া

তৃতীয়পক্ষ ওয়েব- বলেছিলেন ১৩ জুলাই পদত্যাগ করবেন। কিন্তু সে কথার খেলাপ করে ইস্তফা দেওয়ার আগে সস্ত্রীক দেশ ছাড়লেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষ। তবে ছাড়লেন বলা ভুল, তিনি পালিয়ে গিয়েছেন দেশ ছেড়ে। এদিন সস্ত্রীক গোটাবায়া এবং তাঁদের দুজন দেহরক্ষী পালিয়েছেন মালদ্বীপের রাজধানী মালেতে। অভিবাসন আধিকারিকদের সূত্রে এমনটাই জানা গিয়েছে।

সংবাদসংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, গোটাবায়ার ইস্তফাপত্র পাননি স্পিকার আবেবর্ধনে। সেকারণেই সরকারি ভাবে পদত্যাগ করেছেন গোটাবায়া এটা বলা যাবে না। তবে ইস্তফা না দিয়ে কেন পালালেন গোটাবায়া, তাঁকে কি গ্রেফতার করা হতে পারে বা খুন হতে পারেন এমনটা আঁচ করেছেন প্রেসিডেন্ট?

প্রসঙ্গত, গত শনিবার তাঁর অবর্তমানে লঙ্কাবাসী প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়েছে। আর তাতেই প্রমাদ গুনেছেন গোটাবায়া। এমনটাই মনে করছে লঙ্কার রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিকে, আগামী ২০ জুলাই শ্রীলঙ্কার পার্লামেন্টে নির্বাচন হবে প্রেসিডেন্ট পদের জন্য। প্রধান বিরোধী দল তাদের নেতা সাজিত প্রেমদাসাকে মনোনীত করবে। পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য তিনিই বিরোধীদের বাজি।

উল্লেখ্য, গোটাবায়ার বিরুদ্ধে প্রতিরক্ষা আধিকারিক পদে থাকার সময় বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠে। ২০১৯ সালে ক্ষমতায় আসার পর সেই অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়। এদিকে শ্রীলঙ্কায় প্রেসিডেন্টকে গ্রেফতার করা যায় না যতক্ষণ না তিনি চেয়ার ছাড়ছেন। তাই ক্ষমতা থাকতে থাকতেই দেশ ছেড়ে পালিয়েছেন গোটাবায়া, এমনটাই মনে করা হচ্ছে।

image source- BBC

শেয়ার করতে:

You cannot copy content of this page