নভেম্বরেই শীতের আমেজ বঙ্গজুড়ে, ১৫ ডিগ্রিতে নামবে পারদ
তৃতীয়পক্ষ ওয়েব ডেস্কঃ নভেম্বরের শেষ দিকেই ভরপুর শীতের আমেজ জেলায় জেলায়। এই সপ্তাহেই বাংলা জুড়ে শীতের আমেজ বাড়বে। এ সপ্তাহে কলকাতায় (Kolkata)সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ২০ ডিগ্রির নিচেই রয়েছে। সপ্তাহের শেষ দিকে ১৫ ডিগ্রিতে পৌঁছবে পারদ।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার থেকে পারদ আরও নামবে।
অন্যদিকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালে সন্ধের দিকে শীতের আমেজ বাড়বে। আগামী ৪-৫ দিনে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আপাতত আকাশ পরিষ্কার থাকবে।
তবে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টি হবে বলে অনুমান আবহাওয়াবিদদের। দার্জিলিং (Darjeeling)ও কালিম্পং এই দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি।