India-New Zealand Cricket : কেএস ভরত গড়ল নতুন রেকর্ড
তৃতীয়পক্ষ ওয়েব- নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে বেকায়দায় ভারত। গতকাল লিড নেওয়ার পর এই মুহূর্তে কিউয়ি বোলারদের সামনে দ্বিতীয় ইনিংসে কেঁপে যায় ভারতের ব্যাটিং অর্ডার। ম্যাচের তৃতীয় দিনে লাঞ্চের আগেই ড্রেসিংরুমে ফিরে যান ময়ঙ্ক, পূজারা, রাহানে এবং রবীন্দ্র জাদেজা। আর এই ম্যাচে ভারতীয় বোলাররা নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের শেষ দিকের ভিত শক্ত করলেও আপাতত ম্যাচের মোড় ঘুরছে নিউজিল্যান্ডের দিকে।
তবে এখানে ভারতের প্রথম ইনিংসের লিড শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ঋদ্ধিমান সাহা দলে থাকলেও কিছু শারীরিক সমস্যার কারণে উইকেটকিপিং করতে পারেননি। তার জায়গায়, শ্রীকর ভরত বিকল্প উইকেটরক্ষক হিসাবে মাঠে নেমেছিলেন। ম্যাচে নামতেই নিজের নামের পাশে একটি অভিনব রেকর্ড কাঁধে যোগ করেছেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্টের তৃতীয় দিনে শ্রীকর ভরত একটি রেকর্ড গড়েছেন। প্রথম ইনিংসেই তিনি একটি স্টাম্পিং করেছেন ও দুটি ক্যাচ নিয়েছেন। গুরুত্বপূর্ণ বিষয় হল ভরত এখনও অফিসিয়াল ভাবে টেস্ট অভিষেক হয়নি। ভরত টেস্টে বিকল্প উইকেটরক্ষক হিসেবে কোনও ব্যাটার কে স্টাম্প করেছেন। মহেন্দ্র সিং ধোনি এবং রিশভ পন্তও এই রেকর্ড গড়ার সুযোগ পাননি। ভরতের আগে, ইংল্যান্ডের নেভিল টাফনেল এবং নিউজিল্যান্ডের বেভান কন্ডন এই রেকর্ড করেছেন।