রুদ্ধশ্বাস ভারত-পাকিস্তান ম্যাচের আগে ট্যুইটারে যুদ্ধ দুই দেশের কোম্পানিদের মধ্যে

তৃতীয়পক্ষ ওয়েব- কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ভারত-পাকিস্তান মহা সংগ্রাম। রবিবারের এই বল্লেবাজদের লড়াই দেখার জন্য এখন স্বাভাবিকভাবেই মুখিয়ে রয়েছে জনতা। করোনা এবং লকডাউন এর কারণে প্রায় দু’বছর পর ফের একবার আইসিসি টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে দুই দল। স্বাভাবিকভাবেই ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে। বিরাট কোহলি নাকি বাবর আজম! কে হাসবেন সেটাই এখন সেটাই দেখার। তবে তার আগেই ভারত এবং পাকিস্তানের দুই কোম্পানির মধ্যে এবার শুরু হল টুইট যুদ্ধ।

২০১৯ সাল নাগাদ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ হেরে গিয়েছিল পাকিস্তান। সমর্থকদের হতাশা স্বাভাবিকভাবেই সামনে চলে আসে, এরই মধ্যে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় এক সমর্থক সেখানে বলছেন, কাল রাতে পাকিস্তানের খেলোয়াড়রা বার্গার খাচ্ছিলেন, পিৎজা খাচ্ছিলেন। এদের ফিটনেসের খেয়াল রাখা উচিত। এই সমর্থকের আবেগি ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে। আরও একবার সেই ভিডিও নিয়েই মজা করার চেষ্টা করেছিল জোমাটো। তবে ভিডিওটির উল্লেখ না করলেও তারা লেখেন, ‘প্রিয় পাকিস্তান ক্রিকেট বোর্ড, আজ রাতে যদি পিৎজা বার্গার দরকার হয় জানবেন আমরা কিন্তু মাত্র একটা কলের দূরত্বে রয়েছি’।

আর এই ট্যুইট ঘিরেই শুরু হয় বিতর্ক। জোমাটোর এই টুইটটি শেয়ার করে পাকিস্তানের এক কোম্পানি লেখে,”চিন্তা করবেন না, আমরা আগামীকাল ওনাদের বিনামূল্যে পিৎজা এবং বার্গার দেব। আপনাদের জন্য ‘ভালো চা’ আছে লাগবে কি?” এই ট্যুইটে উল্লেখ করা হয় বায়ুসেনার কমান্ডার অভিনন্দনের। আর এই ট্যুইট লড়াইয়ে যোগ দেন দুই দেশের সমর্থকরাও।

শেয়ার করতে:

You cannot copy content of this page