বাউল সম্রাট পূর্ণদাসের জমি দখল, প্রশাসনের দ্বারস্থ হলেন অসহায় শিল্পী
তৃতীয়পক্ষ ওয়েব- জমি মাফিয়াদের দৌরাত্মের হাত থেকে এবার ছাড় পেলেন না বছর ৮৮-র বাউল সম্রাট পূর্ণদাস বাউলও। অভিযোগ, বীরভূমের ইলামবাজার থানার কামারপাড়ায় রাস্তার ধারে থাকা পূর্ণদাস বাউলের ৪ বিঘা জমি দখল করে নিচ্ছে জমি মাফিয়ারা।
এদিন পূর্ণদাস বাউল অভিযোগ করেছেন, বিগত ২০০৬ সাল থেকে একটু একটু করে কমে যাচ্ছে তাঁর জমির অংশ। ভুয়ো কাগজ দেখিয়ে তাঁর জমি বিক্রি করে দিচ্ছে জমি মাফিয়ারা। তাঁর জমির বিক্ষিপ্ত অংশ জুড়েও কোথাও দেখা গিয়েছে কংক্রিটের দোকান ঘর, আবার কোথাও গড়ে উঠেছে বাড়ি।
ইতিমধ্যেই বীরভূম জেলা শাসক, বোলপুর মহকুমা শাসক, ইলামবাজার থানা, ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে লিখিত অভিযোগ জানিয়েছেন পূর্ণদাস বাউলের ছেলে দিব্যেন্দু দাস বাউল। কিন্তু শিল্পী দাবী করেছেন, অভিযোগ করেও কোনও লাভ হয়নি। নিজের জমি এভাবে দখল হওয়ার বিষয়ে বেশ কিছুটা মর্মাহত হন বাউল।
তিনি জানান, তার জমি তিন ছেলে মেয়ের নামে লেখা রয়েছে। আর এখন সেই জমিই দখল হয়ে যাচ্ছে। মানুষ বাউলের জমি দান করে, আশ্রম বানানোর জন্য। আর এখানে কিনা সেই বাউলের জমিই দখল হয়ে যাচ্ছে। এরকম ভাবাই যায় না। তবে তিনি নিজের জমি ফিরে পেতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর দারস্থ হবেন বলেও জানিয়েছেন।