দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ কলকাতা, নারী-সুরক্ষাতেও শীর্ষে
তৃতীয়পক্ষ ওয়েব- গোটা দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর কলকাতা। ২০২১ সালের রিপোর্টের ভিত্তিতে কলকাতার মাথায় উঠল এই মুকুট। ২০১৯ সালটি বাদ দিয়ে চার বছরে তৃতীয় বার কলকাতা পেল এই তকমা। চুরি, ডাকাতি, খুন, খুনের চেষ্টা, ধর্ষণ, নারী নিগ্রহ, দেশের অন্য রাজ্যের তুলনায় কলকাতায় এই জাতীয় অপরাধ কম বলেই পরিসংখ্যানে তুলে ধরেছেন ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট।
কলকাতায় খুনের ঘটনা ঘটেছে ৪৫টি। খুনের চেষ্টা সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে ১৩৫টি। ১১টি ধর্ষণের ঘটনা সামনে এসেছে। নারী নিগ্রহের ঘটনা ১২৭টি। ডাকাতির অভিযোগ রয়েছি তিনটি এবং চুরির অভিযোগ দায়ের হয়েছে ১ হাজার ২৪৬টি।
এই রিপোর্টটি সোশ্যাল মিডিয়ার সামনে এনেছে কলকাতা পুলিশ। কলকাতায় অপরাধের হার লাগাতার কমতেই দেখা গিয়েছে। যথাক্রমে ২০১৬ সালে কলকাতায় অপরাধের হার ছিল ১৫৯.৬ শতাংশ। ২০১৭ সালে তা কমে ১৪১.২ শতাংশ হয়। ২০১৮ সালে আরও কমে এসে পৌঁছয় ১৩৯.৫ শতাংশে। ২০২০ সালে অপরাধের হার ছিল ১০৯.৯ শতাংশ। ২০২১-এ তা আরও কমে ৯২.৬ শতাংশ হয়েছে।
মহিলাদের নিরাপত্তার দিক দিয়েও দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে কলকাতা। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, দেশের ১৯টি বড় শহরের তালিকায় মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যায় একেবারে শেষে রয়েছে কলকাতা। এই রিপোর্ট নিয়ে কলকাতা পুলিশের বক্তব্য, ‘এই পরিসংখ্যান আমাদের কাছে অনেকটাই স্বস্তিদায়ক। তবে আত্মতুষ্টির কোনো জায়গা আসেনি এখনও। শহরের নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্ছিদ্র করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। পরিকাঠামো আরও সুদৃঢ় করে তোলার পাশাপাশি, বাড়ানো হয়েছে নজরদারি। এছাড়া শক্তিশালী হয়েছে প্রযুক্তিগত দিকও। কলকাতাকে বিপদমুক্ত রাখার জন্য একাধিক বাহিনী সবসময় প্রস্তুত রয়েছে। সচেতনতা গড়ে তোলার জন্য একাধিক উদ্যোগ ও প্রচারও জারি রেখেছে কলকাতা পুলিস। সাধারণ নাগরিকদের সঙ্গে সম্পর্ক নিবিড় হচ্ছে রোজ। কলকাতাকে সম্পূর্ণ অপরাধমুক্ত করাই লক্ষ্য’।