জানুয়ারিতে জন্মদিন – এই বৈশিষ্ট্য গুলি থাকবেই

তৃতীয়পক্ষ ওয়েব- অ্যাস্ট্রোলজি অনুযায়ী, জানুয়ারিতে যাদের জন্মদিন তারা খুবই পরিশ্রমী হন কিন্তু নিজেদের ভাগ্যের চাবি খুলতে তাদের অনেক বেশি মেহনত করতে হয়।  সব কাজেই তাদের দেরি হয়ে যায়।  জানুয়ারির জাতকেরা মকর রাশিরও জাতক হন এবং এদের অধিপতি হলেন শনি।  আপনার কিংবা আপনার কোনো আত্মীয় বা বন্ধুর জন্মদিন যদি জানুয়ারি মাসে হয়, তাহলে জেনে নিন তাদের চারিত্রিক বৈশিষ্ঠ্য এবং আরো অনেক গোপন কথা –

** এদেরকে দেখলে এদের আসল বয়স বোঝা যায় না।  নিজেদের সব সময় সাজিয়ে রাখতে এরা ভালোবাসেন এবং বয়স যতই হোক না কেন, মনের দিক থেকে এরা কখনো বুড়ো হন না।

**  জানুয়ারির জাতকরা সকলকে একসঙ্গে নিয়ে চলতে ভালোবাসেন।  এরা নিজেদের ইমেজ সম্পর্কে ভীষণ সচেতন হন।  কেউ যাতে এদের দিকে আঙ্গুল না তুলতে পারে তার চেষ্টা এরা সব সময় করেন।

** এরা খুব একটা পরনিন্দা পরচর্চা করতে পছন্দ করেন না।  কেউ যদি এদের সামনে অন্যের ব্যাপারে চর্চা করে, তাহলে তারা সেখান থেকে সরে যাওয়াটাই শ্রেয় মনে করেন।

** এই মাসে যাদের জন্মদিন, তারা খুব একটা প্রেমিক টাইপের হন না।  প্রেমটা এদের কাছে শুধু একটা শব্দ।  না, তা বলে একেবারেই বলছি না যে জানুয়ারির জাতকেরা খারাপ হন।  এরা আবেগপ্রবণ হন না।  প্র্যাকটিক্যাল থাকতেই বেশি পছন্দ করেন।  নিজের জীবনসঙ্গী খুঁজতে এদের অনেক সময় লাগে।

** এরা অত্যন্ত পরিশ্রমী হন।  নিজের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার জন্য যতটা পরিশ্রম করার দরকার তার থেকে বেশিই করেন।  তবে যে কাজে এরা মজা পান না, সেই কাজ একেবারেই করতে চান না।  লেখালেখি, ইলেক্ট্রনিক্স, কম্পিউটার, আইটি, ব্যাংক, ফান্ডিং – এইসব ক্ষেত্রে এরা খুব উন্নতি করেন।

** এরা খুব তর্ক করেন।  প্রতিটি ছোট ছোট ব্যাপারে তর্ক করা এদের স্বভাব।  এটা নিয়ে অন্যান্য লোকেরা খুব হাসাহাসি করলেও এদের তাতে খুব একটা কিছু যায় আসে না।

** এরা নিজেদের সুনাম নিয়ে খুব সচেতন।  কেউ এদের গুনগান করলে এরা খুব খুশি হন।  তবে যে যাই বলুক না কেন, জানুয়ারি মাসের জাতকদের আরেকটি চারিত্রিক বৈশিষ্ঠ্য হলো নিজে যা ভালো মনে করবেন এরা সেটাই করবেন।

** যে কাজে এরা নিজের সময় আর এনার্জি খরচ করছেন সেটা সফল হবে কিনা, সেটা নিয়েই খুব বেশি চিন্তিত হন জানুয়ারি মাসের জাতকেরা।

শেয়ার করতে:

You cannot copy content of this page