‘যারা ধর্ষণের প্রতিবাদ করে তারা ‘নপুংসক’! ফের বিতর্কিত মন্তব্য কবীর সুমনের
তৃতীয়পক্ষ ওয়েব- ধর্ষণের প্রতিবাদীরা নাকি ‘নপুংসক’, হ্যাঁ এই ভাষাতেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করলেন বিখ্যাত সঙ্গীতশিল্পী কবীর সুমন। বিতর্কিত মন্তব্য করতে তাঁর জুড়ি নেই। বেফাঁস মন্তব্য করে বহুবার সমালোচিত হয়েছেন গায়ক সুরকার। তবুও ক্লান্ত নন সুমন। এবার ধর্ষণের প্রতিবাদীদের নপুংসক বলে কটাক্ষ করে আবারো নিন্দা শুনলেন সঙ্গীতশিল্পী।
রাজ্যজুড়ে সাম্প্রতিক ধর্ষণ ঘটনার উদ্দেশে এই পোস্ট গায়কের। ধর্ষণের প্রতিবাদে অনেকে তাঁকে ফোন করছেন। সেই প্রতিবাদীদের ফেসবুকে ‘নপুংসক’ কটাক্ষ কবীর সুমনের।
কবীর সুমনের এই ফেসবুক পোস্টের সমালোচনায় রুদ্রনীল ঘোষ এবং মন্দাক্রান্তা সেন সরব হলেন। অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ বলেন, ‘বাংলার কাছে দুর্ভাগ্যজনক। বিশ্বাস করে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন যারা, তাঁরা এখন বুঝছেন, বাংলা ঠিক কোনদিকে এগিয়ে যাচ্ছে। বেকারত্ব, কর্মসংস্থানের অভাব, খুন, রাহাজানি, ধর্ষণ বাড়ছে।’
অন্যদিকে কবি মন্দাক্রান্তা সেন বলেন, ‘উনি প্রচারের আলোয় থাকতে চান সবসময়,আর বিতর্ক পছন্দ করেন। তাই ভালো কথা না থাকলে, খারাপ কিছু বলে প্রচারের আলোয় থাকেন।’
প্রসঙ্গত হাঁসখালির নাবালিকা ধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লভ অ্যাফেয়ার’ মন্তব্য সেই ক্ষোভের আগুনে ঘি দিয়েছে। তার মধ্যে বেশিরভাগ বুদ্ধিজীবীরা আশ্চর্যজনক ভাবে চুপচাপ। সেই তালিকায় ছিলেন কবীর সুমনও।
এক নেটনাগরিকের মন্তব্যের উত্তরে তিনি বলেছেন, ‘চাড্ডিমাকু আনন্দদুলালবাঁটুলছড়াকারব্রিগেড’ চায় বিরক্ত করতে আর খিস্তি খেতে। প্রতিবাদীদের ‘রাজনীতি সচেতন বঙ্গমধ্যবিত্ত’ বলেও কটাক্ষ করেছেন কবীর সুমন। এক সময় কামদুনি ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমে সোচ্চার হয়েছিলেন যিনি আজ তিনিই প্রতিবাদীদের ‘নপুংসক’ বলে দাবি করলেন!