সুমনে বাংলাদেশ, বাংলাদেশে সুমন

২০০৯ তারপর এই ২০২২।

দীর্ঘ তের বছর পর বাংলাদেশ সঙ্গীতসফরে কবীর সুমন। ১৫ অক্টোবর, ২০২২ এ যে সফরের সূচনা হ’ল। অনুষ্ঠান শুরুর আগে থেকেই দর্শক শ্রোতাদের ভিড় উপচে পড়েছিল। টিকিটের চাহিদা তুঙ্গে। সুমন নিরাশ করলেন না। অনুষ্ঠানের মাঝে বলছিলেন, আপনারা যদি পাঁচ টাকা খরচ করেন, আমার দায় আপনাদেরকে দশ টাকার পারফর্মান্স দেওয়া। শুধু এটাই আমার ধর্ম। আর কিছু নয়।

শুরু থেকে বোঝা যাচ্ছিল শারীরিক ভাবে ততটা সাবলীল নন সুমন। নানারকম রোগে কাবু তিনি, জানালেন। যদিও ‘পারফরম্যান্স’ দেখে বোঝার উপায় নেই। চেনা গানের স্রোতে আজকের অনুষ্ঠান বেঁধেছিলেন সুমন। মাঝে খালি গলায় গেয়ে উঠলেন ‘আমার শেষ পারানির কড়ি, কণ্ঠে নিলেম গান’.. প্রেক্ষাগৃহ গলা মেলাল তাতে।

আবেগঘন মুহূর্ত তৈরি হ’ল যখন সুমন হঠাৎ করেই দেখলেন তাঁর জার্মান বেতার কেন্দ্রের বন্ধু শাহজাহান ফারুক বসে আছেন। বন্ধুর বুকে মুখ গুঁজে কান্না লুকোলেন।

সুমন জানালেন, তিনি আবার বাংলাদেশে আসতে চান। তাঁর গানের বেড়ে ওঠার পশরা নিয়ে। রবীন্দ্রনাথের সঙ্গীতের বেড়ে ওঠা নিয়ে তাঁর আগ্রহের কথা জানালেন সুমন।

গানে গানে অসাধারণ এক সন্ধে। দর্শক শ্রোতারা জানালেন, বহুদিন পরে তাঁরা বাংলাদেশে এক প্রাঞ্জল অনুষ্ঠানের স্বাদ পেলেন। এই ‘গানখেকো’-রা ধন্যবাদ জানিয়েছেন উদ্যোক্তা Peephole এবং ইশতিয়াক ইসলাম খান’কে।
আমরা অপেক্ষা করে আছি তাঁর পরবর্তী অনুষ্ঠানের জন্য।

১৮ অক্টোবর। ২০২২-এ।

শেয়ার করতে:

You cannot copy content of this page