টেট

TET: টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের বিক্ষোভ

তৃতীয়পক্ষ ওয়েব- সল্টলেকে ২০১৪-র টেট চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। করুণাময়ীতে কাতারে কাতারে টেট চাকরিপ্রার্থীরা ধর্নায়। নতুন করে ইন্টারভিউ দিতে নারাজ সকলেই। দাবি সরাসরি নিয়োগপত্রের।

আজ সোমবার করুণাময়ী মেট্রো স্টেশন থেকে এপিসি ভবনের সামনে ২০১৪ সালের টেট উত্তীর্ণরা অভিযানে নামেন। তাঁদের শুধুমাত্র দাবি, চাকরি দিতে হবে। আদালতে মামলা হচ্ছে, রায় হচ্ছে। চাকরিও পেয়েছেন অনেকে। কিন্তু অনেকেই এখনও চাকরি পাননি। দ্রুত নিয়োগের দাবিতে আজ বিক্ষোভে নামেন তাঁরা।

করুণাময়ী মেট্রো স্টেশন থেকে মিছিল এগোতেই পথ আটকে দেয় কলকাতা পুলিশ। চাকরিপ্রার্থীরা সামনের দিকে এগনোর চেষ্টা করেন। এরপরেই পরিস্থিতি খারাপ হয়ে পড়ে। অনেকেই অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড গরমে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। রাস্তায় পড়েও যান অনেকে। তাঁদের চোখেমুখে জল দেওয়া হয়।  চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন পুলিশ কর্মীরা।

তবে লাঠিচার্জের কোনও ঘটনা ঘটেনি। অন্যদিকে, ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে আন্দোলনে বসে রয়েছেন ২০১৪-র প্রাথমিক টেট চাকরিপ্রার্থীরা। আজ  তাঁদের ধর্নার ৬২ তম দিন।

শেয়ার করতে:

You cannot copy content of this page