কবীরকথা।। শুভদীপ সাহা
রাষ্ট্র মানেই…. (২)
( Measures against power )
এই একুশে আইনের দেশে অনেকদিন আগে এক সক্কালবেলা সাদা জামাকাপড়-পরা এক লোক কবীরের বাড়িতে এসে হাজির। হাঁকডাক দিয়ে কবীরকে ঘুম থেকে ডেকে তুলে তাঁর হাতে একটা কাগজ ধরিয়ে দিল। ঘুমচোখে ভ্যাবাচ্যাকা খেয়ে কবীর জিজ্ঞেস করল,
– কী এটা? আপনিই বা কে?
– এটা একটা সার্টিফিকেট। এখানে লেখা আছে, রাষ্ট্রীয় আইন অনুসারে আমি যে কারোর বাড়িতে যেতে পারি। সে আমায় আমার চাহিদামতো খাওয়াবে-দাওয়াবে-ঘুম পাড়াবে-সেবা করবে-হাগাবে-মোতাবে-টাকা দেবে, মানে আমি যা যা চাইব, সে আমায় সব কিছু দেবে। আর কেউ যদি রাজি না হয়, তাহলে সে রাষ্ট্রদ্রোহী। এখন তুমি বলো, রাজী?
কবীর চুপ ক’রে থেকে দরজার একপাশে সরে গিয়ে তাকে ঘরে আসার জায়গা করে দিল। তার জন্য খাবার আনল, ভালো পোশাক এনে তাকে স্নান করিয়ে দিল। এভাবে যত্ন আত্তি পেয়ে, প্রচুর খেয়ে দেয়ে পাঁচবছর পরে অতিভোজনে লোকটা মারা গেল। চুপচাপ মুখে কবীর তার জন্য কফিন এনে, তাকে কফিনবন্দী করে পাঠিয়ে দিল। দরজায় দাঁড়িয়ে কবীর তার কফিনবন্দী শকেটের চলে যাওয়া দেখছিল। এই পাঁচ বছরে কবীর একটাও কথা বলেনি ; কোনো টুঁ শব্দও নয়।
দরজায় দাঁড়িয়ে, আজ, সেই পাঁচ বছর আগে করা, লোকটার প্রশ্নের উত্তর বেরিয়ে এলো তার…
না।
প্রথম পর্ব পড়তে ক্লিক করুন এখানে- https://tritiyopokkho.com/mr-k-translated-by-subhadeep-saha/
দ্বিতীয় পর্ব পড়তে ক্লিক করুন এখানে- https://tritiyopokkho.com/kobirkotha-subhadeep-saha/
তৃতীয়পর্ব পড়তে ক্লিক করুন এখানে- https://tritiyopokkho.com/kabirkotha-sudhadeep-saha-part-3/