mattres

ম্যাট্রেস-এ দুর্গন্ধ? দূর করুন এভাবে

প্রত্যেকের ঘরে বেকিং সোডা থাকবেই। তবে এই বেকিং সোডা বেশ প্রয়োজনীয় উপাদান দুর্গন্ধ দূর করার জন্য। পরিমাণ মতো বেকিং সোডা নিন, ম্যাট্রেস-এ ছড়িয়ে রাখুন ঘন্টাখানেক। এরপর ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে বেকিং সোডা শুষে নিতে হবে। এরপর ম্যাট্রেসকে সুগন্ধময় করার জন্য তাতে কয়েক ফোঁটা সুগন্ধি তেল মিশিয়ে দিলেই গন্ধ দূর হবে।

ভিনিগার আমাদের সকলের ঘরে একটি সহজলভ্য উপাদান। এক ভাগ সাদা ভিনিগার এর সাথে ১০ ভাগ জল মিশিয়ে দুর্গন্ধযুক্ত জায়গাগুলোতে ছিটিয়ে দিয়ে ২ থেকে ৩ ঘণ্টা  অপেক্ষা করতে হবে। এরপর  একটি শুকনো তোয়ালে বা কাপড়  দিয়ে হালকাভাবে ঘষে নিলে জায়গাটি পরিষ্কার হবে। এটি সাধারণত ম্যাট্রেসের ফাইবার এর সঙ্গে  মিশে এর খাবার এর দুর্গন্ধ দূর  করে।

ম্যাট্রেসের অতীব দুর্গন্ধ দূর করতে লেবুর রস একটি কার্যকরী উপাদান। একটি পুরো লেবুর রস নিয়ে তাতে ৫ থেকে ১০ ভাগ উষ্ণ গরম জল মিশিয়ে একটি বোতল এ নিয়ে ম্যাট্রেসে স্প্রে করে ২ থেকে ৩ ঘণ্টা রেখে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করলে দুর্গন্ধ দূর করবে।

ম্যাট্রেসের সোঁদা ভাব দূর করতে এক বালতি জল ৫ ফোঁটা  টি ট্রি অয়েল  মিশিয়ে স্পঞ্জ  দিয়ে ম্যাট্রেস পরিষ্কার  করলে এটি  ব্যাকটেরিয়া দূর করতেও সাহায্য করে।

প্রতি মাসে একবার করে আপনার ম্যাট্রেসটি উল্টে  দিন তাহলে বেশিদিন  ভালো থাকবে থাকবে।

শেয়ার করতে:

You cannot copy content of this page