চলচ্চিত্র উৎসবের মেজাজে সেজে উঠছে তিলোত্তমা
তৃতীয়পক্ষ ওয়েব- হাতে গোনা আর কয়েকটি ঘন্টা। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। যেখানে বসতে চলেছে চাঁদের হাট। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
এর আগে অসুস্থতার কারণে উপস্থিত থাকেননি অমিতাভ বচ্চন। এবার উপস্থিত থাকছেন তিনি। আর থাকছেন শাহরুখ খান, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, রানি মুখোপাধ্যায়, কুমার শানু, অরিজিৎ সিং-ও। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ দুপুরেই কলকাতা এসে পৌঁছেছেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন,শাহরুখ খান।তিন বছর পর জাঁকজমক করে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হতে চলেছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেই হবে এই উদ্বোধনী অনুষ্ঠান।
ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ সম্মান জানানো হবে অমিতাভ বচ্চনকে। তাঁকে সম্মান জানিয়ে উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে ঋষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত “অভিমান”। এ ছাড়াও অমিতাভ বচ্চন অভিনীত আটটি ছবি চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বলেই জানা গিয়েছে।
৪২ টি দেশের মোট ১০৭৮-টি ছবি প্রদর্শিত হবে এ বারের কলকাতা চলচ্চিত্র উৎসবে। ২০২১ সালে করোনার জন্য উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন শাহরুখ খান। উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর পরিচালিত প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বিশেষ অনুষ্ঠান পরিবেশন করতে পারেন।
এবছর চলচ্চিত্র উৎসবের থিম রাখা হয়েছে – ‘বিশ্ব মেলে ছবির মেলায়’ । সব মিলিয়ে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবার জাঁকজমকপূর্ণভাবে হতে চলেছে। এ বিষয়ে কোনও সন্দেহ নেই।