Jean-Luc Godard: প্রয়াত নিউ ওয়েভ চলচ্চিত্রের কিংবদন্তী পরিচালক জঁ লুক গদার
তৃতীয়পক্ষ ওয়েব- ৯১ বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত পরিচালক জঁ লুক গদার। ১৯৬০ সালে তাঁর প্রথম পূর্ণ দৈর্ঘের ছবি ‘ব্রেথলেস’ জন্ম দেয় নতুন এক সিনেমার ভাষা ।
বিশ্ব সিনেমা জগত আজ অভিভাবক-হীন। লিবারেশন পত্রিকার মারফৎ জানা গিয়েছে এমনটাই। ফ্রান্সে নবকল্লোল চলচ্চিত্র আন্দোলন এসেছিল মূলত তাঁর হাত ধরেই।
তার চলচ্চিত্রগুলি ফরাসি সিনেমার প্রতিষ্ঠিত নিয়মগুলিকে ভেঙে দিয়ে তৈরি করেছে এক নতুন যুগ। হ্যান্ডহেল্ড ক্যামেরার কাজ, জাম্প কাট এবং অস্তিত্বের সংলাপের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণের এক নতুন উপায় শুরু করেন তিনি।
মৌলবাদের বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছেন। আইকনোক্লাস্টিক নীতি অর্থাৎ প্রতিষ্ঠানের রীতিনীতি বিরুদ্ধে সরব হয়েছেন সব সময়েই। ১৯৩০ সালে প্যারিসে জন্ম নেন তিনি। সুইজারল্যান্ডের জেনেভা লেকের তীরে ছিল তাঁর বিদ্যালয়।
‘ম্যাস্কুলিন ফেমিনিন’, ‘দ্য লিটল সোলজার’, মেড ইন ইউ এস এ’-এর মতো একের পর এক কালজয়ী ছবি তিনি উপহার দিয়েছেন সিনেমাপ্রেমীদের। মার্টিন স্কোরসেজি, কোয়েন্টিন টারান্টিনো, ব্রায়ান ডে পালমা, স্টিভেন সোডারবার্গ, ডি. এ. পেনবেকার, রবার্ট অল্টম্যানসহ আরও অনেকেই তাঁর থেকে অনুপ্রাণিত। তাঁর মৃত্যুতে বিশ্ব জগতে শোকের ছায়া। এক অধ্যায়ের পরিসমাপ্তি। এক যুগের শেষ ঘটল জঁ লুক গদারের সঙ্গে সঙ্গে।
News and image- Reuters