Live Update : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়শ!
এ যেন গত বছরের আমফানের স্মৃতি উস্কে দিতে ফের একবার আসা। বুধবার সন্ধ্যার আগেই পারাদ্বীপ ও সাগরের মধ্যে ল্যান্ডফল করবে ইয়শ! বাংলা এবং ওড়িশার উপকূলে অতি তীব্র ঘূর্ণিঝড় রূপে আছড়ে পড়বে ইয়শ।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, দিঘা থেকে ৬২৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে এটি অবস্থান করছে। দিল্লি মৌসম ভবন সূত্রে পাওয়া খবর,প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইয়শ।
ইয়শ মোকাবিলায় এবার চূড়ান্ত সতর্ক প্রশাসন। নবান্নের তরফ থেকে খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম। আপদকালীন ফোন নম্বরও দেওয়া হয়েছে। সেগুলো হল— ১০৭০ এবং ০৩৩-২২১৪৩৫২৬। এছাড়া উপকূলীয় এলাকাগুলিতে চলছে বাঁধ মেরামতির কাজ। জেলায় জেলায় পৌঁছে গিয়েছে এনডিআরএফ টিম। তার সঙ্গে বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেনও। এক নজরে ইয়শ-এর লাইভ আপডেট।