Local Train Ticket: লম্বা লাইনে নাজেহাল? মিস হয়ে যাচ্ছে ট্রেন? সমাধান করতে বিশেষ ব্যবস্থা
Local Train Ticket: লম্বা লাইনে নাজেহাল? মিস হয়ে যাচ্ছে ট্রেন? সমাধান করতে বিশেষ ব্যবস্থা
যে হারে বিনা টিকিটের যাত্রী সংখ্যা বাড়ছে। একবার ধরা পড়লেই যাত্রীদের বক্তব্য টিকিট কাটার লম্বা লাইন। ট্রেন ধরার সময় পেরিয়ে যাবে, তাই বিনা টিকিটেই ট্রেনে উঠতে হয়। আর এই অবস্থায় শিয়ালদহ বিভাগ যাত্রীদের সুবিধার জন্য অটোমেটিক টিকেট ভেন্ডিং মেশিন (ATVM) ও UTS মোবাইল অ্যাপের ব্যবহার বাড়াতে ব্যাপক সচেতনতা অভিযান চালু করেছে।
ATVM ব্যবহার করার সুবিধা:
* দ্রুত ও সহজে টিকিট কেনার সুযোগ, লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই।
* সহজ ইন্টারফেস, যাত্রীরা নিজেই গন্তব্য নির্বাচন করে পেমেন্ট করে টিকিট সংগ্রহ করতে পারবেন।
* নগদ লেনদেনের ঝুঁকি এড়িয়ে সম্পূর্ণ ক্যাশলেস ডিজিটাল লেনদেনের সুবিধা।
* রেলওয়ের জনবল ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা সম্ভব হবে।
* টিকিটবিহীন যাত্রা কমিয়ে যাত্রী রাজস্ব বাড়ানো সম্ভব হবে।
ভারতীয় রেল ATVM এবং UTS মোবাইল অ্যাপ ব্যবহারের মাধ্যমে নগদহীন লেনদেন ও টিকিটবিহীন যাত্রা রোধে উৎসাহ দিচ্ছে প্রতিনিয়ত। এই প্রচেষ্টার অংশ হিসেবে, শিয়ালদহ-বনগাঁ শাখায় বাণিজ্যিক বিভাগ এক বিশেষ প্রচারাভিযান চালু করেছে।
এই প্রচারাভিযানে অন্তর্ভুক্ত রয়েছে:
** UTS মোবাইল অ্যাপ ব্যবহারের লাইভ ডেমোনস্ট্রেশন।
** অ্যাপ ডাউনলোড ও ব্যবহারের প্রক্রিয়া সম্বন্ধে যাত্রীদের সচেতন করা।
** অ্যাপ ব্যবহারে ক্যাশব্যাক সুবিধা ও সময় সাশ্রয়ের বিষয়ে অবহিতকরণ।
** দৃষ্টিহীন যাত্রীদের জন্য টিকিট সংগ্রহ আরও সহজ করা হয়েছে।