সৌরজগতের রহস্য উদ্ধারে বৃহস্পতি গ্রহের উদ্দেশ্যে মহাকাশযান ‘লুসি’

তৃতীয়পক্ষ ওয়েব- ফের মহাকাশে যান পাঠাল নাসা। জুপিটারের কাছে যেসব গ্রহাণু ঘুরে বেড়ায়, তাদের পরীক্ষানিরীক্ষা করার জন্য এদিন মহাকাশ যান এগিয়ে গেলো। সৌরজগৎ কিভাবে তৈরি হয়েছে, সেই রহস্য উম্মোচনে সহায়তা করবে এই অভিযান। সৌরজগতের ‘জীবাশ্ম’ খোঁজার অভিযানে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে ‘লুসি’ নামের এই মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়েছে।

জুপিটারের কক্ষপথ জুড়ে গ্যাসের যে বিশাল আস্তরণ রয়েছে, সেখানে গ্রহাণুর যে ঝাঁক ঘুরতে থাকে, সেই গ্রহাণুগুলো পর্যবেক্ষণ করবে মহাকাশ প্রোব লুসি। আগামী ১২ বছর এই মিশনের জন্যে ৯৮ কোটি ১০ লাখ ডলার খরচ করবে নাসা। এই সময়ে লুসি সাতটি ট্রোজান অর্থাৎ গ্রহাণু পর্যবেক্ষণ করবে।

লুসি তার মধ্যে থাকা সরঞ্জাম ব্যবহার করে একেকটা শহর আকৃতির মতো বস্তু পর্যবেক্ষণ করবে। এদের আকার, গঠন, ভূপৃষ্ঠের উপাদান, তাপমাত্রা এবং কী দিয়ে তৈরি- এইসব বিষয় পরীক্ষা করবে। এই মহাকাশ অভিযানে লুসি ৬ কোটি কিলোমিটার পথ পাড়ি দেবে, একটা সময় যেটি অসম্ভব বলে মনে হতো। লুসি সেই অভিযানে শামিল হয়েছে।

তথ্যসূত্র- বিবিসি নিউজ

ছবি-গুগল

শেয়ার করতে:

You cannot copy content of this page