বৃষ্টিতে ভিজে পুজো উদ্বোধন করতে গিয়ে ঠান্ডা লেগেছে : শেয়ার করলেন মুখ্যমন্ত্রী
তৃতীয়পক্ষ ওয়েব- এত বছর কেটে গেছে। কিছু মনে হয়নি।কিন্তু এখন মনে হচ্ছে! দুর্গাপুজো শেষ। তোরজোড় শুরু হয়েছে মা কালীর আগমনের। তার আগেই রয়েছে উপনির্বাচন। এরই মধ্যে পুজো উদ্বোধনের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার দুর্গা পুজোয় শতাধিক পুজো মণ্ডপ উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারো অনুরোধ ফেরাননি। বৃষ্টি উপেক্ষা করেই গিয়েছিলেন পুজো উদ্বোধন করতে। আর এতেই কিছুটা ঠাণ্ডা লেগে যায় মুখ্যমন্ত্রীর। শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই কথাই শেয়ার করলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, ‘কুড়ি বছর কাজ করতে করতেই কেটে গেছে, কোনওদিন জ্বর হয়নি। আর ঠান্ডা লাগলে, একটু বেশি করেই লাগে, তাই ভাঙা গলায় কম কথা বলতে হয় সেই সময়’।
মুখ্যমন্ত্রী আরও বলেন যে, ‘ এ বছর প্রায় ৪৬০টি ক্লাবের পুজো উদ্বোধন করেছি প্রচন্ড বর্ষাতেও। প্রায় ১৫০-২০০ পুজো উদ্বোধন করতে গিয়ে বৃষ্টি ভিজে প্রচন্ড ঠান্ডা লেগে যায় এবার। পুজোর সময় গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। পুরোপুরি এখনও সেরে উঠিনি, কাশি রয়েছে এখনও। তাই বলে অনুষ্ঠান তো আর থামিয়ে রাখা যায় না’।