বিশ্বকাপে প্রচুর রেকর্ডের সামনে রোনাল্ডো

তৃতীয়পক্ষ ওয়েব-  কাতার বিশ্বকাপের টিকিট পাকা করেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল।  ২-০ গোলে পর্তুগালের সামনে যেমন টানা ৬টা বিশ্বকাপ খেলার রাস্তা খুলে দিয়েছে, তেমনই রোনাল্ডোর সামনে খুলে গেছে অনেক রেকর্ডের দরজা।  সিআর সেভেনের জন্য অপেক্ষা করে আছে একাধিক রেকর্ড। মোট চারটি বিশ্বকাপ খেলেছেন ক্রিশ্চিয়ানো। ২০০৬ জার্মানি বিশ্বকাপ থেকে বিশ্বকাপের মঞ্চে যাত্রা শুরু করেছেন রোনাল্ডো। এরপর ১৭টি ম্যাচ খেলেছেন তিনি। যার মধ্যে ৬টি জয়, ৫টি হার এবং৬টি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপে তার গোল সংখ্যা ৭। ২০১৮ বিশ্বকাপেই ছিল ৪টি গোল।  তাঁর প্রথম হ্যাটট্রিকও রাশিয়া বিশ্বকাপে। এছাড়া গ্রুপ পর্বের ম্যাচে স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন রোনাল্ডো।

তবে বিশ্বকাপ জেতা হয়নি। এবারই তাঁর সামনে শেষ সুযোগ। এর সঙ্গে আছে একাধিক রেকর্ডের হাতছানি। এবারের বিশ্বকাপে রোনাল্ডো ছাড়াও একাধিক ফুটবলার আছেন, যাঁরা পাঁচটি বিশ্বকাপ খেলার রেকর্ডে রোনাল্ডোর সঙ্গে থাকবেন। যেমন আর্জেন্টাইন তারকা মেসি , মেক্সিকোর গোলকিপার ওচোয়া, স্পেনের ডিফেন্ডার জার্সিও ব়্যামস ও মেক্সিকোর ডিফেন্ডার গায়ার্দাদো।

পাঁচটি বিশ্বকাপ খেলার সঙ্গে রোনাল্ডোই একমাত্র ফুটবলার যিনি ৯ টি মেজর টুর্নামেন্টে অন্তত একটি গোল করেছেন। যার মধ্যে আছে পাঁচটি ইউরো কাপ ও চারটি বিশ্বকাপে। কাতার বিশ্বকাপে একটি গোল করলেই টানা ১০টি মেজর টুর্নামেন্টে গোল করার রেকর্ড গড়বেন সিআর সেভেন। এরমধ্যে ১১৫টি গোল আছে রোনাল্ডোর ঝুলিতে। এছাড়া পর্তুগালের হয়ে বিশ্বকাপে সব থেকে বেশি গোল করার হাতছানিও থাকছে রোনাল্ডোর সামনে। বর্তমানে ৭ গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন সি আর সেভেন রোনাল্ডো।

শেয়ার করতে:

You cannot copy content of this page