দুর্মূল্যের বাজারে সঞ্চয়ে ঘাটতি? মাত্র ১০০০ টাকা বদলে দিতে পারে অনেক কিছু

তৃতীয়পক্ষ ওয়েবডেস্ক- দুর্মূল্যের বাজারে সঞ্চয়ে ঘাটতি? প্রতি মুহূর্তের মূল্যবৃদ্ধিতে নাজেহাল? ই.এম.আই থেকে প্রতি মাসের খরচা মিটিয়ে সঞ্চয়ে ঘাটতি? ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন আজ থেকেই। মাত্র ৫০০ থেকে ১০০০ টাকা সঞ্চয় করতে পারলেই ভবিষ্যতের জন্য তৈরি হয়ে যেতে পারে একটা বড় অঙ্কের টাকা, যা পরবর্তীতে আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং এও কাজে লেগে যাবে।

এখনও আমাদের মধ্যবিত্ত শ্রেণীর বাজার অর্থনীতির চিন্তাভাবনায় শেয়ার বাজারে বিনিয়োগ বা মিউচুয়াল ফাণ্ডে বিনিয়োগের ঝুঁকি খুব কম মানুষই নিয়ে থাকেন। কিন্তু প্রতি বছরের প্রায় ৬-৮% ইনফ্লেশন রেট’এর মোকাবিলা করার জন্য পোর্টফোলিও তৈরি করতে হবে আজই।

অতীতের বাজারের গতিপ্রকৃতি বিচার করলে দেখা যায় ভারতীয় বাজার অর্থাৎ সেনসেক্স এবং নিফটি বছরে গড়ে প্রায় ১৭.২% রিটার্ন দেয়। এই রিটার্নকে যদি সঠিকভাবে পরিকল্পনা করে কাজে লাগানো যায় তাহলে ভবিষ্যতের জন্য একটা এককালীন টাকা জমানোর সম্ভাবনা থাকে। ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ এই ক্ষেত্রে কাজে লাগতে পারে খুব ভালো ভাবে। তবে বিনিয়োগ করার আগে দেখে নিতে হবে পোর্টফোলিও। অবশ্যই বাজারচলতি যে কোনও ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করা নয়, ফান্ডের খুঁটিনাটি বিচার করে তবেই একটা লম্বা সময়ের জন্য বিনিয়োগ করা যেতে পারে।

যদি ৩০ বছর বয়সেও এই বিনিয়োগে হাত দেওয়া হয় সিস্টেমেটিক ভাবে, তাহলে রিটায়ারমেন্ট এর বয়স যদি ৬০ বছর ধরা হয়, তাহলে মাত্র ১০০০ টাকার প্রতি মাসে গড়ে ১৫% রিটার্নেও বিনিয়োগ ঘরে নিয়ে আসতে পারে প্রায় ৭০ লাখ টাকা। এর উপর যদি আরও কিছু প্ল্যানিং করা যায়, তাহলে আপনার রিটায়ারমেন্ট এর সময় এককালীন কোটি টাকা আটকায় কে! কাজেই আর দেরি নয়, বিন্দু বিন্দু জল দিয়েই সাগর তৈরি করার কাজ শুরু করে দিন আজ থেকেই।

শেয়ার করতে:

You cannot copy content of this page