দাম বাড়তে চলেছে এই পণ্য-পরিষেবাগুলির!

তৃতীয়পক্ষ ওয়েব- ২০২১-এর শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস শুরু হতে আর মাত্র দু’দিন বাকি। আর এই নতুন মাসে ফের পকেটে কোপ পড়তে চলেছে সাধারণ মানুষের। আগামী মাসেই দাম বাড়তে চলেছে দেশলাইসহ অন্যান্য বেশ কয়েকটি দৈনন্দিন জিনিসের।

পয়লা ডিসেম্বর থেকেই দেশলাইয়ের দাম বাড়তে চলেছে। ১ টাকা দাম বাড়তে চলেছে দেশলাইয়ের বাক্সের। প্রায় ১৪ বছর পর দাম বাড়ছে এই নিত্যপ্রয়োজনীয় জিনিসটির। এর আগে 2007 সালে দেশলাইয়ের বাক্সের দাম 50 পয়সা বেড়েছিল। তখন দেশলাইয়ের বাক্সের দাম ছিল 50 পয়সা। তা বাড়িয়ে করা হয় এক টাকা। যার ফলে সামান্য হলেও চাপ বাড়বে মধ্যবিত্তের পকেটে।

অন্যদিকে কপাল পুড়তে চলেছে Punjab National Bank-এর গ্রাহকদের। Savings Account-এ সুদের হার কমিয়েছে এই ব্যাঙ্ক। ডিসেম্বরের ১ তারিখ থেকে  কার্যকর হবে নতুন হারে। ০.১০ শতাংশ কমানো হয়েছে সুদের হার। যার ফলে সেভিংস অ্যাকাউন্টে PNB-এর সুদের হার রয়েছে ২.৮০ শতাংশ। Savings Account-গুলিতে ১০ লাখের কম টাকায় মিলবে এই সুদ। ১০ লাখের বেশি টাকা থাকলে সুদ মিলবে ২.৮৫ শতাংশ। Public Sector Bank হিসেবে State Bank of India-র পরেই রয়েছে Punjab National Bank। এই ব্যাঙ্কের সুদ কমে যাওয়ায় বড় অংশের গ্রাহকেরা ক্ষতিগ্রস্থ হতে পারে বলে মনে করা হচ্ছে।

দেশের অন্যতম বৃহত্তম ব্যাঙ্ক SBI-এর ক্রেডিট কার্ডের খরচ বাড়তে চলেছে। ব্য়াঙ্কের তথ্য অনুযায়ী , SBI-এর Credit Card ব্যবহার করে প্রতিটি কেনাকাটায় ৯৯ টাকা এবং ট্যাক্স আলাদাভাবে দিতে হবে। এই ৯৯ টাকা হবে প্রসেসিং চার্জ।

আগামী ডিসেম্বর মাসে বাড়তে পারে LPG-র খরচ। আরও একবার সিলিন্ডারের দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এছাড়া জেট ফুয়েলও আরও দামী হয়ে উঠতে পারে।

চলতি মাসেই অফার শেষ হচ্ছে LIC Housing Finance-এর। যার ফলে বাড়তে পারে LIC Housing Finance-এ Home Loan-এ সুদের হার। তবে এই সংস্থা অফারের সময়সীমা আরও বাড়িয়ে দিতেও পারে বলে তথ্যসূত্রে খবর।

শেয়ার করতে:

You cannot copy content of this page