covid

চিন ফেরত ব্যক্তি কোভিডে আক্রান্ত, সতর্ক করল স্বাস্থ্য দফতর

তৃতীয়পক্ষ ওয়েব- কোভিডের হানা’র খবর ছড়াতেই শুরু হয়েছে আতঙ্ক। জানা গিয়েছে দু’দিন আগে চিন থেকে আসা এক ব্যক্তির শরীরে করোনার থাবা।  ২ দিন আগে তিনি চিন থেকে দেশে ফেরেন। এরপরই তার শরীরে একাধিক উপসর্গ পাওয়া যায়। একটি বেসরকারি ল্যাবে কোভিড টেস্ট করার পর রিপোর্ট পজিটিভ আসে। এই ঘটনাকে কেন্দ্র করে চুড়ান্ত আতঙ্ক ছড়িয়েছে সর্বত্র।তবে সতর্ক রয়েছে প্রশাসন। সেই ব্যক্তির নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পজিটিভ রিপোর্ট আসার পর ওই যুবকের বাড়িতে স্বাস্থ্য দফতরের একটি দল হাজির হন এদিন।

প্রসঙ্গত, বছর চল্লিশের এই যুবক আগ্রার বাসিন্দা, কাজের সূত্রে চিনে যান। ২৩ ডিসেম্বর আগ্রায় ফিরে আসেন। এরপর তার শরীরে দেখা দেয় জ্বর সহ একাধিক উপসর্গ। রবিবারই রিপোর্ট পজিটিভ আসে। স্বাস্থ্য দফতরের তরফে যুবকের বাড়িতে র‌্যাপিড রেসপন্স টিম পাঠানো হয়েছে, যুবকের সংস্পর্শে যারা এসেছেন তাদের ট্রেসিংয়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। পরিস্তিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। বিদেশ থেকে যারা ফিরছেন তাদের ওপর ৭ দিন নজর রাখবেন আরআরটি টিম।এছাড়া হোম আইসোলেশনের পাশাপাশি সর্দি ও জ্বরের উপসর্গ দেখা দিলে অবিলম্বে কোভিড টেস্ট করা হবে।

শেয়ার করতে:

You cannot copy content of this page