মেন্টর হিসেবে ভয়ঙ্কর ধোনি! ভারত-পাক ম্যাচে মাহির ভূমিকা নিয়ে বলছেন তাঁর দুই কোচ

তৃতীয়পক্ষ ওয়েব- ভারত-পাকিস্তান ম্যাচে মাহি অন্যতম ফ্যাক্টর হতে চলেছেন। ছোটবেলার কোচ কেশব বন্দ্যোপাধ্যায়ের মতে “অধিনায়ক ধোনির থেকে আরও বেশি ভয়ঙ্কর মেন্টর মহেন্দ্র সিং ধোনি।” কেন সে প্রশ্নের উত্তরে কেশব বন্দ্যোপাধ্যায়ের জানালেন, ‘ওকে আমি অনেক ছোট থেকে চিনি। দেশের খেলার সময় অধিনায়ক ধোনি ঠান্ডা মাথায় যাবতীয় পরিকল্পনা করত ম্যাচ খেলতে খেলতে। সমস্ত সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি নিজের খেলা নিয়েও তার একটা চিন্তা থাকতো। এবার ব্যপারটা সম্পূর্ণ আলাদা। বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচ নিয়ে পরিকল্পনা ড্রেসিংরুমে বসে আরও ঠান্ডা মাথায় করতে পারবেন ধোনি। মেন্টর হিসেবে মহেন্দ্র সিং ধোনি দলকে অনেকটা এগিয়ে দেবে’।

যে কোনও ভূমিকায়ই মহেন্দ্র সিং ধোনি দলের সঙ্গে থাকুন না কেন, সেটা সব সময়ে বাড়তি অক্সিজেন দেয়। ধোনি জানেন বিশ্বকাপের আসর এবং পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে কিভাবে দলকে মানসিকভাবে তৈরি রাখা উচিত। সেই কারণে চলতি বিশ্বকাপে ভারত অনেকটা বেশি ফেভারিট। ভারতীয় দলের কোচ হওয়ার মতো যাবতীয় মসলা মহেন্দ্র সিং ধোনির মধ্যে রয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে মাহির। টুর্নামেন্ট কী করে জিততে হয় সেটা মাহি জানে। সেই অভিজ্ঞতা দলের কাজে লাগবে আর টি-টোয়েন্টি ফরম্যাটে ছোটখাটো সিদ্ধান্তগুলি খুব গুরুত্বপূর্ণ। সেগুলি মাঠের বাইরে থেকে বসে ঠান্ডা মাথায় ভাবতে পারবে মহেন্দ্র সিং ধোনি। আর তাই অধিনায়ক ধোনির মতো মেন্টর ধোনিও অন্যতম ফ্যাক্টর এই বিশ্বকাপে।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page