পেট্রোলের পর বাড়ল ডিজেলের দাম! কলকাতায় একশো ছুঁইছুঁই

তৃতীয়পক্ষ ওয়েব- পেট্রোলের পর এবার কলকাতাতেও একশোর দোরগোড়ায় ডিজেল! এ দিন ৩৫ পয়সা করে বেড়েছে দুই জ্বালানির দাম৷ এই নিয়ে টানা তিন দিন ধরে পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি পেল৷ যার ফলে পেট্রোল, ডিজেলের দাম গড়ল নতুন রেকর্ড।

এরমধ্যেই মুম্বাইতে ডিজেলের দাম একশো পৌঁছেছে৷ কলকাতা, দিল্লি এবং চেন্নাইতেও ডিজেলের দাম একশো ছুঁই ছুঁই৷ মুম্বাইতে আজ ডিজেলের দাম ১০৩.৬৩ পয়সায় পৌঁছেছে৷ দিল্লিতে ডিজেলের দাম ৯৫.৬২ টাকা৷ অন্যদিকে কলকাতায় এক লিটার ডিজেল কিনতে এবার খরচ হবে ৯৮.৭৩ টাকা৷ চেন্নাইতে ডিজেলের দাম একশোর দোরগোড়ায় পৌঁছে গিয়েছে৷ সেখানে এক লিটার ডিজেলের দাম ৯৯.৯২ টাকা৷

মুম্বাইতে পেট্রোলের দাম লিটারপিছু ১১২.৭৮ টাকায় পৌঁছেছে৷ দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম ১০৬.৮৯ টাকা৷ কলকাতা ও চেন্নাইতে পেট্রোলের দাম যথাক্রমে ১০৭.৪৪ টাকা এবং ১০৩.৯২ টাকা৷ বেঙ্গালুরুতেও ডিজেলের দাম একশো ছাড়িয়েছে৷ তথ্যপ্রযুক্তি শহরে ডিজেলের দাম ১০১.৪৯ টাকায় দাঁড়িয়েছে৷ হায়দ্রাবাদে ডিজেলের দাম ১০৪.৩২ টাকা৷

পেট্রোলের দাম অনেক আগেই ১০০ টাকা পেরিয়ে গিয়েছিল৷ এই মুহূর্তে দেশের অন্তত বারোটি রাজ্যে ডিজেলের দাম ১০০ ছাড়িয়েছে৷  রাজস্থানের গঙ্গানগরে পেট্রোল এবং ডিজেলের দাম সবথেকে বেশি৷ সেখানে এক লিটার পেট্রোলের দাম ১১৯.০৫ এবং ১০৯.৮৮ টাকায় পৌঁছে গেছে৷

শেয়ার করতে:

You cannot copy content of this page