নতুন রূপের আত্মপ্রকাশ, মিলনমেলা প্রাঙ্গন

প্রায় দীর্ঘসময় পার করে নতুন রূপে হাজির হলো মিলন মেলা প্রাঙ্গন। সায়েন্স সিটির বিপরীতে অবস্থিত মিলন মেলা প্রাঙ্গন পরিচিত ছিল বইমেলা মাঠ হিসেবে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন মিলন মেলা প্রাঙ্গণের উদ্বোধন করতে চলেছেন। তথ্যসূত্রে খবর, নতুনরূপে মিলন মেলা সেজে উঠেছে পুরোপুরি আন্তর্জাতিকভাবে। এপ্রিলের তৃতীয় সপ্তাহে মিলন মেলা প্রাঙ্গণেই বসতে চলেছে বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের আসর।

রাজ্য সরকারের বক্তব্য, মিলন মেলাকে যেভাবে আন্তর্জাতিক রূপে সাজিয়ে তোলা হয়েছে তা পূর্ব ভারতের কোন রাজ্যেই নেই। এখন থেকে সমস্ত মেলা, প্রদর্শনী হবে এই মিলন মেলা প্রাঙ্গণে। তবে কলকাতা বইমেলা কিন্তু বরাবরের মতন হবে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। মুখ্যমন্ত্রী এ কথা অনেক আগেই জানিয়েছিলেন।

এর আগে মিলনমেলা প্রাঙ্গনে অনেক মেলা হয়েছে। মাঝে কয়েক বছর সেটা বন্ধ ছিল। কারণ এই জায়গাটিকে নতুন করে সাজানোর কাজে হাত দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।
আপাতত তিলোত্তমার মুকুটে আরেকটি পালক যোগ করতে চলেছে মিলন মেলা প্রাঙ্গণ। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞেরা।

শেয়ার করতে:

You cannot copy content of this page