Money Heist 5: ফ্যানদের নিয়ে তৈরি হলো প্রোমো
তৃতীয়পক্ষ ওয়েব- আর মাত্র কিছুদিন। তারপরই রিলিজ হতে চলেছে মানি হেইস্ট সিজন ফাইভ। তারই প্রোমোশনাল ভিডিয়োতে দেখা গেল এক ঝাঁক তারকার সঙ্গে বাঙালি অভিনেত্রী খেয়া চট্টোপাধ্যায়কে। শুরু থেকেই এই স্পেনীয় ওয়েব সিরিজ নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। এবারও উত্তেজনার পারদ উর্ধ্বমুখী, পার্ট ফাইভের অপেক্ষায় রয়েছেন সকলেই।
অপেক্ষা আর উত্তেজনার মিশেলই এবার দেখা গেল নতুন প্রোমোতে। দেশের বিভিন্ন প্রান্তে শ্যুট করা হয়েছে প্রোমোটি। অনিল কাপুর, রাধিকা আপ্তে, বিক্রান্ত মাসে, শ্রুতি হাসান, রাণা ডগ্গুবট্টি, হার্দিক পাণ্ডিয়া সহ একঝাঁক তারকা রয়েছেন এই প্রোমোশনাল ভিডিয়োতে। ‘বেলা চাওয়ে’র সুরে ‘জলদি আও’ গাইছেন সকলে।
তবে শুধুমাত্র হিন্দি নয়, তামিল, তেলুগু ভাষাতেও তৈরি হয়েছে এই প্রোমো। ২০২০তে নির্মাতাদের সঙ্গে একটি বিজ্ঞাপন তৈরির কাজ করছিলেন খেয়া। সেই সূত্রেই তিনি জানতে পারেন কলকাতায় ঐ প্রোডাকশন হাউজ একটি শ্যুট করছে আর একটি প্রোমোশনাল ভিডিয়োর জন্য নতুন মুখ খুঁজছে তাঁরা। সেখান থেকেই প্রস্তাব আসে খেয়ার কাছে। লুক টেস্টও দিয়েছেন তিনি। তখন জানতেন না কি হতে চলেছে। প্রোমো রিলিজ হওয়ার পর জানতে পারলেন পুরো বিষয়টা।
View this post on Instagram
এই ওয়েব সিরিজ যখন শুরু হয়েছিল তখন পাগলের মতো সবাই দেখত। এখন অনেকেই হাসাহাসি করেন মানি হেইস্ট নিয়ে কিন্তু এই ওয়েব সিরিজের বিষয়বস্তু খুবই ভালো। আগামী ৩ সেপ্টেম্বর আসতে চলেছে ‘মানি হেইস্ট সিজন ফাইভ’।
ছবি- ইনস্টাগ্রাম, ইউটিউব