মাদক মামলায় শাহরুখপুত্রকে এখনও থাকতে হবে জেলেই
তৃতীয়পক্ষ ওয়েব- মিলল না স্বস্তি। আরিয়ান খানের জামিন নিয়ে সিদ্ধান্ত হল না আজও। মাদক মামলায় বিশেষ আদালতে এদিন শুনানি ছিল। জামিন নিয়ে সিদ্ধান্ত না হওয়ায় ২০ অক্টোবর পর্যন্ত আরিয়ানকে থাকতে হবে জেলেই। তার সঙ্গে আরিয়ানের দুই বন্ধু আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচারকেও থাকতে হবে জেলেই। আগামী ২০ তারিখ আদালত সিদ্ধান্ত নেবে আরিয়ান-সহ তিনজন জামিন পাবেন কি না।
প্রসঙ্গত গত ২ অক্টোবর রাতে মুম্বই থেকে গোয়াগামী বিলাসবহুল ক্রুজ কর্ডেলিয়ায় রেভ পার্টি আয়োজনের খবর পান এনসিবি আধিকারিকরা। তাদের হাতেনাতে ধরতে যাত্রী সেজে ক্রুজে চড়েন তাঁরা। পার্টি থেকেই পুলিশ ১০ জনকে আটক করে। মাদক কাণ্ডে জেরা করা হয় আরিয়ান খানকে। ঘণ্টার পর ঘণ্টা জেরার পর গ্রেপ্তার করা হয় শাহরুখপুত্রকেও। সেদিন থেকে আর্থার রোড জেলে বন্দি রয়েছেন আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচা।
সূত্রের খবর অনুযায়ী, আরিয়ান সকাল, বিকেল বিস্কুট আর জল খেয়েই থাকছেন। এর মধ্যে বেশ কয়েকবার তাঁর জামিনের শুনানি ছিল, কিন্তু জামিন পাননি আরিয়ান। তাঁর হয়ে আইনি লড়াই লড়়ছিলেন বিখ্যাত আইনজীবী সতীশ মানেশিন্ডে। পরে তাঁকে বদল করে নিয়োগ করা হয় অমিত দেশাইকে। এই অবস্থায় বলিউড বাদশার অনুরাগীরা সকলেই তাঁর পাশে দাঁড়িয়েছেন। বলিউডের অনেকেই প্রার্থনা করছেন, যত দ্রুত সম্ভব আরিয়ান খান যাতে জেল থেকে মুক্তি পায়।