বালুরঘাট কলেজ

North Bengal Balurghat: কলেজে অনার্স পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ

তৃতীয়পক্ষ ওয়েব- চারদিকে দূর্নীতি যেন উথলে উঠছে। পার্থ চক্রবর্তীর গ্রেফতারের পর, একের পর এক ঘটছে ঘটনা। এবার টাকা তোলার অভিযোগ উঠল কলেজের বহিরাগতদের নামে। কলেজে অনার্স পাইয়ে দেবার নাম করে তারা টাকা তুলছে। এই নিয়ে পরপর দু’দিন বালুরঘাট কলেজের অধ্যক্ষের কাছে সাধারণ পড়ুয়াদের পক্ষ থেকে ডেপুটেশন দিয়ে অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে আশ্চর্যজনকভাবে সকলেই তৃণমূল ছাত্র পরিষদের নেতা। পরিষদের দুই গোষ্ঠীর নেতাদের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। ছাত্র ভর্তি হওয়া ও অনার্স পাইয়ে দেবার নাম করে হাজার হাজার টাকা তোলার অভিযোগ উঠতেই বালুরঘাট কলেজে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। এদিকে ছাত্রদের থেকে এমন অভিযোগ পেয়ে অস্বস্তিতে বালুরঘাট কলেজ কর্তৃপক্ষও।

এদিন বালুরঘাট কলেজের প্রিন্সিপাল পঙ্কজ কুন্ডু জানিয়েছেন, পরপর ২ দিন পড়ুয়াদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ আসায়, ব্যপারটা খতিয়ে দেখছি আমরা। তবে এই অভিযোগের কোনো প্রমাণ তারা দিতে পারেনি, তাই এর কোনো ভিত্তি নেই। মূলত বালুরঘাট কলেজে ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনেই হয়। তাই কোনওভাবে দুর্নীতি হতে পারে না।

শেয়ার করতে:

You cannot copy content of this page