ওমিক্রন আবহে কর্পোরেশন ভোট আদৌ কি সম্ভব?

তৃতীয়পক্ষ ওয়েব- নতুন বছরের আগে ফের চোখ রাঙাচ্ছে করোনা। ওমিক্রন আবহে রাজ্যে কর্পোরেশন ভোট আদৌ সম্ভব? এই নিয়ে শুরু তরজা।  চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন নির্বাচন কমিশন এই দাবি করেছেন সৌগত রায়।

রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের গ্রাফ। অন্যদিকে ২২ জানুয়ারি, রাজ্যের ৪টি কর্পোরেশন শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর ও বিধাননগরে ভোট। ওমিক্রন আবহে, রাজ্যে ভোট করা কি আদৌ উচিত? এই নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।

দিলীপ ঘোষের  কথায়, “দেড় বছর পার করে এসেছি, অনেক অভিজ্ঞতা হয়েছে, বিশেষজ্ঞরাও জানেন…তাঁদের টিম তৈরি করে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, ভোট হবে কি না, উৎসব হবে কি না?’’

বৃহস্পতিবারই উত্তরপ্রদেশ সফরে গিয়ে, মুখ্য নির্বাচন কমিশনার ইঙ্গিত দিয়েছেন, সেখানে ভোট নির্ধারিত সময়েই হবে। এই নিয়ে তৃণমূল প্রশ্ন তুলছে, বাংলায় পুরভোট না হলে, পাঁচ রাজ্যে বিধানসভা ভোট হবে কী করে? যদি পশ্চিমবঙ্গে পুরভোট না করা যায়, তাহলে উত্তরপ্রদেশ,পাঞ্জাব বা উত্তরাখণ্ডে কি নির্বাচন করা যাবে?” উত্তরপ্রদেশ-বাংলার প্রেক্ষিত আলাদা বলে মন্তব্য বিজেপির। এই সব মিলিয়ে, উৎসবের আবহে করোনা সংক্রমণ নিয়ে বাড়ছে উৎকণ্ঠা।

কার্যত দ্বিগুণ ছড়িয়েছে রাজ্যের করোনা সংক্রমণ,  ১০০০-এর কোটা ছাড়িয়ে বৃহস্পতিবার কোভিড আক্রান্তের সংখ্যা ২০০০-এর কোটায়।  রাজ্য় স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২,১২৮ জন। রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৮,৭৭৬ জন। যা বুধবারের তুলনায় ১,০৪৯ বেশি।
শেয়ার করতে:

You cannot copy content of this page