স্কুল খোলার দাবিতে ফেসবুকে শুরু সই সংগ্রহ অভিযান
তৃতীয়পক্ষ ওয়েব- ক্রমশ জোড়ালো হচ্ছে স্কুল খোলার দাবী। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ফেসবুকে শুরু হয়েছে সই সংগ্রহ অভিযান। সাধারণ অভিভাবক থেকে বিশিষ্টজনেরা সেখানে শামিল হতে শুরু করেছেন। দাবী, এবার খুলে দেওয়া হোক শিক্ষা প্রতিষ্ঠান। নাহলে সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে।
করোনা পরিস্থিতির জেরে একের পর এক ক্ষেত্র খুলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। অন্যদিকে গঙ্গাসাগর মেলা এই পরিস্থিতিতেও হচ্ছে। এক মাস পিছিয়ে গেলেও বইমেলা হবে। অভিভাবকদের সবার প্রশ্ন, এই সব কিছু হলে স্কুল কেন বন্ধ থাকবে। সেই প্রেক্ষিতেই এ বার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি।
#openschoolcollegeuniversities, এই ‘হ্যাশট্যাগ’ পোস্ট দিয়ে করোনার জন্য বন্ধ স্কুল-কলেজ খোলার দাবি জানানো শুরু হয়েছে। এখানে শামিল হয়েছেন গায়ক শ্রীকান্ত আচার্য এবং তাঁর স্ত্রী অর্ণা শীলও।
যথেষ্ট আক্রমণাত্মক পোস্টে বলা হয়েছে, “যত দিন না গর্জে উঠব, তত দিন সুরাহা হবে না। অভিভাবক হিসেবে বলছি, এ বার মনে হয় গর্জে ওঠা দরকার প্রত্যেক অভিভাবকের। আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট করে দিচ্ছে। মা/বাবা হিসেবে সন্তানের এত বড় ক্ষতিতেও যদি আওয়াজ না তুলি, তা হলে তো মা-বাবা হওয়ার যোগ্য নই।”
আরও বলা হয়েছে “ভীষণ ভাবে দাবী জানাচ্ছি, অবিলম্বে ইউনিভার্সিটি-কলেজ-স্কুল খোলা হোক। করোনার গল্প অনেক হল। ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আর খেলবেন না। তাদের ভালো ভাবে থাকার রাস্তাটা বন্ধ করে দিয়ে যাবেন না।”
এর পরেই লেখা হয়েছে, “যদি একমত হন, তা হলে কপি-পেস্ট করে নীচে নিজের নাম যুক্ত করে পোস্টটা এগিয়ে নিয়ে যান। ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না টনক নড়ে।”
প্রসঙ্গত, করোনা সংক্রমণের জেরে দেশের মধ্যে সবার ওপরে থাকা মহারাষ্ট্র আগামী সোমবার থেকে স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এমনকি ব্রিটেন, আমেরিকার মতো দেশে করোনার ওমিক্রন সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করলেও সেখানে স্কুল বন্ধ করা হয়নি।যার ফলে পশ্চিমবঙ্গে স্কুল বন্ধ রাখার কোনো যুক্তি নেই বলেই মনে করছেন অভিভাবকরা।