পুরুষতন্ত্রকে জোর ধাক্কা দিয়ে পাকিস্তানের নতুন ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ পদে মহিলারা

তৃতীয়পক্ষ ওয়েব- পরিবর্তনের হাওয়া লেগেছে পাকিস্তানে। মোদ্দা কথা রাজনৈতিক ক্ষেত্রে। ইমরানকে সরিয়ে ক্ষমতায় এসেছেন শাহবাজ শরিফ। এদিন মঙ্গলবার শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর দফতরের দায়ীত্বপ্রাপ্তরা। আর সেখানেও রয়েছে পরিবর্তনের ছোঁয়া। ৩৭ জন সদস্য সংখ্যা গুরুত্বপূর্ণ ৫টি পদে রয়েছেন মহিলারা। পাকিস্তানের প্রশাসনিক ক্ষেত্রে পরিবর্তন বৈকি।

পূর্বের সরকারে ছিল পুরুষদের অগ্রাধিকার। তবে শাহবাজ শরিফ এই ধরণের কোনো ভ্রান্ত ধারণা আসতে দেন নি। নতুন প্রশাসনে বিদেশ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ‘পাকিস্তান পিপলস পার্টি’র হিনা রাব্বানি খার। পরিবেশ পরিবর্তন মন্ত্রী হয়েছেন শেরি রহমান। এর আগে তিনি আমেরিকায় পাক রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন। পাকিস্তান মুসলিম লিগ-এন দলের নেত্রী মারিয়াম ঔরঙ্গজেব পেয়েছেন তথ্যমন্ত্রীর দায়িত্ব। এছাড়া শাজিয়া মারি ও আয়েশা গাউস পাশা যথাক্রমে পেয়েছেন ‘বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রাম’-মন্ত্রী এবং অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্ব। এতজন মহিলার গুরুত্বপূ্র্ণ পদপ্রাপ্তিকে বিশেষ গুরুত্ব দিয়েই দেখছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, নতুন ৩৭ সদস্যের ক্যাবিনেটে ৩১ জন মন্ত্রী, ৩ জন প্রতিমন্ত্রী ও ৩ জন প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা। তবে নতুন মন্ত্রিসভায় কোনও বিদেশমন্ত্রী নেই। এ নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। ধরা হচ্ছে পাক প্রধানমন্ত্রীই সামলাবেন ওই মন্ত্রক। এতে ভারত-সহ অন্য প্রতিবেশী দেশ ও পাকিস্তানের মিত্র দেশগুলির সঙ্গে পাকিস্তানের ভবিষ্যৎ সম্পর্কের উত্থান হবে বলেই সকলের ধারণা।

পাকিস্তানে প্রচারের আলোয় নজর কাড়ছেন যে ব্যক্তি, তিনি শাহবাজ শরিফ। ইমরান খান আস্থাভোটে হেরে ক্ষমতা হারানোর পরই নতুন প্রধানমন্ত্রীর দিকে ঘুরে গিয়েছে যাবতীয় প্রচারের আলো। গুঞ্জন খুব তাড়াতাড়ি প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও বৈঠকে বসতে পারেন তিনি।

শেয়ার করতে:

You cannot copy content of this page