shootout

পার্ক সার্কাসে এলোপাথাড়ি গুলি পুলিশকর্মীর, নিহত ১

তৃতীয়পক্ষ ওয়েব- ঘন্টা খানেক বন্দুক হাতে ঘোরা ফেরা করছিলেন উর্দি পরিহিত পুলিশকর্মী। বাংলাদেশ হাই কমিশন খুব কাছে হওয়ায় কারোর সন্দেহ হয়নি তেমন। কারণ সে জায়গার নিরাপত্তা সবসময় আঁটোসাঁটো।

তবে কিছুক্ষণের মধ্যে বাসিন্দাদের ভুল ভাঙে। লোয়ার রেঞ্জ রোডের মুখে এসে আচমকাই নিজের বন্দুক থেকে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকেন পুলিশকর্মী। প্রথমে মাটির দিকে তাক করে গুলি ছুড়লেও, এরপর বাইকে চড়ে আসা এক মহিলার দিকে লক্ষ করে গুলি ছোঁড়েন।

মুহুর্তের মধ্যেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী থেকে স্থানীয় ব্যবসায়ীরা প্রাণভরে পালাতে থাকেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, দু’ থেকে তিনজন গুলিবিদ্ধ হওয়ার পরই নিজের গলার নীচে গুলি করেন ওই পুলিশকর্মী৷ প্রায় ১৫ থেকে ১৬ রাউন্ড গুলি ছোড়েন তথ্যসূত্রে খবর৷

কয়েক মিনিট তাণ্ডব চলার পর গুলির আওয়াজ থামলে সাহস করে ঘটনাস্থলে আসেন স্থানীয়রা৷ রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরে পড়ে থাকা এক মহিলার দেহ দেখতে পান বাসিন্দারা৷ কিছুটা দূরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই পুলিশকর্মীর দেহ৷

শেয়ার করতে:

You cannot copy content of this page