ফের CBI জেরার মুখোমুখি পার্থ চট্টোপাধ্যায়
তৃতীয়পক্ষ ওয়েব- সকাল হতে না হতেই প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরার তোড়জোড় শুরু। প্রশ্নের তালিকা নিয়ে তৈরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
- কার নির্দেশে তৈরি হত অযোগ্য প্রার্থীদের লিস্ট?
- আর্থিক লেনদেনের বাঁটোয়ারাই বা কীভাবে?
- কতটাকার বিনিময়ে চাকরি দেওয়া হত?
- এইরকম প্রশ্নেরই মুখোমুখি হতে চলেছেন পার্থ। প্রয়োজন হলে প্রাক্তন মন্ত্রী, এসপি সিনহা ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। সূত্রের খবর অনুযায়ী, সিবিআই হেফাজতে আসার পর থেকেই বিভিন্ন ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তবে, শারীরিক অসুস্থতার কারণে তাঁকে নিয়ে যাওয়া হয়নি ইএসআই হাসপাতালে। গোয়েন্দা সূত্রে খবর, আজ সিবিআই কর্তারা জানার চেষ্টা করবেন যেআরও কেউ এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন কি না।
- প্রসঙ্গত, রবিবারও জেরা চলেছে পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও শান্তিপ্রসাদ সিনহাকে। আজও সারাদিন চলবে জেরা। রবিবার নিজাম প্যালেসে আসেন কেন্দ্রীয় সরকার হেলথ সার্ভিসের চিকিৎসকরা। ঘণ্টা ২ পরীক্ষানিরীক্ষার পর বেরিয়ে যান তাঁরা। তারা বলেন, সার্থ সুস্থ রয়েছেন।