Perfume: বানিয়ে নিন নিজের সিগনেচার পারফিউম! রইল টিপস

বানিয়ে নিন নিজের সিগনেচার পারফিউম! রইল টিপস

তৃতীয়পক্ষ ওয়েব ডেস্কঃ  ছুটির দিন হোক বা পার্টি হোক অথবা কোনও উৎসব, নিজেদের নিখুঁত রাখতে আমরা কত কিছুই না করি।
তবে সাজপোশাক মানে তো শুধু সুন্দর জামাকাপড় নয়। ভিড়ের মধ্যে নজর কাড়তে মন ভাল করা পারফিউম চাই। এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা ভুলে যাই অনেক সময়। কিন্তু সুগন্ধ একটি দীর্ঘস্থায়ী ছাপ ফেলে। তাই সঠিক সুগন্ধি ব্যবহার করা জরুরি।

কীভাবে নিজের সিগনেচার পারফিউম বানাবেন? 

বিলাসিতার ঘ্রাণ হল ফল বা সাইট্রাসের সতেজতা। উৎসবের দিনে অথবা অফিস ইভেন্টে এই সুগন্ধ আদর্শ। ফ্লোরাল , কস্তুরীর উৎকৃষ্ট সুবাস মহিলাদের জন্য ভীষণ ভালো। এর দীর্ঘস্থায়ী সুবাস আত্মবিশ্বাসী করে তুলবে আপনাকে।
কোনও সেমিনারের জন্য আপনি একটি উষ্ণ এবং আমন্ত্রণমূলক সুগন্ধি খুঁজছেন? পুরুষদের জন্য অ্যাম্বার সুগন্ধি বেশ মানানসই। এই ঘ্রাণ বেশ আবেদনমূলক এবং আরামদায়ক পরিবেশ তৈরি করে।

ছুটির দিনে সুন্দর সুগন্ধি আপনার মুহুর্তগুলোকে স্পেশ্যাল করে তুলবে। দীর্ঘস্থায়ী ঘ্রাণের অভিজ্ঞতার জন্য, আপনার কব্জি, ঘাড় এবং আপনার কানের পিছনের মতো পালস পয়েন্টগুলিতে পারফিউম ব্যবহার করুন। এই জায়গাগুলি তাপ নির্গত করে, সুগন্ধের বিচ্ছুরণে সাহায্য করে। এছাড়া আপনার পারফিউম বেশিক্ষণ টিকিয়ে রাখতে বডি লোশনের ওপর এটি ব্যবহার করুন।

মেনে চলুন মনের ডায়েট

শেয়ার করতে:

You cannot copy content of this page