ফিজি

অদ্ভুত বিয়ের রীতি এ দেশে

তৃতীয়পক্ষ ওয়েব- হাত ভর্তি মিষ্টি, সঙ্গে ফুল ও আংটি নিয়ে হাজির একদল মানুষ। যাঁদের উদ্দেশ্য হলো বউ করার প্রস্তাব দেওয়া। অথবা প্রিয় মানুষটিকে ভালোবাসার প্রস্তাব দেওয়া। এরকম চিত্র আমাদের দেশে হামেশাই দেখা যায়।

তবে বিশ্বের এমন অনেক দেশ আছে, যেখানকার রীতিনীতি পুরোপুরি আলাদা। পাত্রীর বাড়িতে প্রস্তাব দিতে হলে সেখানে সঙ্গে নিয়ে যেতে হবে পুরুষ তিমি মাছের দাঁত। এই দাঁত দিয়ে কনের বাবা-মাকে প্রস্তাব দেবেন এমনটাই রীতি সেখানে। এই প্রথাকে ফিজিতে বলা হয় ট্যাবুয়া। সেখানকার বাজারে বিক্রিও হয় তিমির দাঁত। সমুদ্রে ভেসে আসা মৃত তিমির দাঁত সংগ্রহ করে বিক্রি করেন তাঁরা। তবে প্রাচীনপন্থী ফিজিরা তিমি শিকার করে সেই দাঁত সংগ্রহ করতেন বলে মনে করা হয়।

এছাড়া তাঁদের সংস্কৃতিতে একে অপরকে উপহার দেওয়াটা হলো রীতি। ভার্গের কাপড় ও কাভা (বিশেষ ধরণের পানীয়)। যা তৈরি করা হয় বিশেষ একধরনের উদ্ভিদের শেকড় দিয়ে। তাদের একটি ঐতিহ্যবাহী খাবার হলো লোভ ফিস্ট। যা তৈরি করা হয় ভূগর্ভস্থ গরম চুল্লিতে।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত সূর্যোদয়ের দেশ হলো ফিজি। এখানে প্রতিদিন সবার আগে সূর্য ওঠে। ইন্টারন্যাশনাল ডেট লাইনে অবস্থিত পৃথিবীর একমাত্র আবাদ অঞ্চল এটি। মজার তথ্য হচ্ছে, দেশটিতে ৪০ শতাংশ মানুষই ভারতীয়। তাই একে দ্বিতীয় ভারতীয় বলা হয়। তাদের সরকারি ভাষা ইংরেজি। তবে ফিজিয়ানের পাশাপাশি হিন্দি ভাষাও এখানে ব্যবহার হয়। এ দেশের গ্রামগুলোয় সানগ্লাস এবং টুপি পরা নিষিদ্ধ। কারণ এখানে শুধু স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাই সানগ্লাস ও টুপি পরতে পারেন।

তথ্যসূত্র: ইন্ডিপেন্ডেন্ট ইউকে

 

শেয়ার করতে:

You cannot copy content of this page