কবিতা।। জন্ম ।। অরিন চক্রবর্তী

আমি যেন এক শব্দভেদী কফিন। তুমি পেরেক ঠুকছো একটার পর একটা, তিন নম্বর পেরেকটি আমার কিছু আশার কথা বললো কি! অথচ পাত্তাই দিলে না। কয়েকটি মহুয়া ঝরে পড়লে রোমাঞ্চকর হত! তুমি পিছন ফেরে হেঁটে গেলে ভবিষ্যতে। গুনে গুনে বাইশটি মোমবাতি জ্বালালে, অথচ রোজ তোমারই অন্তঃস্থলে জন্মদিন উদযাপন হত আমার…

শেয়ার করতে:

You cannot copy content of this page