শিল্প-সাহিত্য কবিতা।। পার্থ রায় ।। তৃতীয় পক্ষ কবিতা লিখতে গিয়ে কবিতা জাতীয় কিছু লিখব ভাবলেই বিরহের খোঁজ করি, ছাইদান উপচে পড়ে মেঘ পোড়া ছাই অভিধান জুড়ে বর্ষার মহানন্দা তোমার কাছে যাওয়ার জন্য একটা ভাঙ্গাচোরা বৃদ্ধ সাঁকো নির্বিকল্পের থান জড়ানো কুয়াশা গরম ভাতের গন্ধবিহীন নিস্তব্ধতা, ঠিকানা হারানো গন্তব্য থেকে ফিরে আসে ধুলো মাখা খাম আমি শব্দ খুঁজে চলি অবিরাম। সানাই ঘটের গায়ে সিঁদুর স্বস্তিক প্রজাপতির পালকে অর্গাজম, খসে পড়ে এক টুকরো রোদ শরতের গন্ধ নিয়ে, কোথাও স্মৃতি গলে অঝোরে অকাল বর্ষা জানলায় কেউ আনমনা, যার দেওয়ালে যেমন ছবি বিসমিল্লাহ খান তেমনি বাজান। Related শেয়ার করতে: