কবিতা।। শানু চৌধুরী।।

সিং ডাং ও ডাং কোর

১.

বায়ুতে জমেছে আমাদের ক্লেদ

অথচ আমরা হাত-মুখ ধুইনি

সুখ শান্তি ধুয়ে যাবে বলে

এত মোহরপ্রতিম ক্ষমতা তোমার

তাই দেখে,লামারা কিঞ্চিৎ প্রকৃতিস্থ হলে

ভেবে দেখলাম জীবন কীভাবে দিতে হয়,

কে জানে, সে কথা!

২.

পারলৌকিক জগৎ আর ত্রিতাপ মুক্তি নিয়ে

ঘুমিয়েছে তন্দ্রাহারা বলদজোড়া

অথচ মাংসাহারীরা এসে নিয়ে গেল তাকে

যখন সুদূরের এক মন্ত্রবলে

জানা গেল, প্রীতি উৎপাদন করার

আরাধনা সকল

৩.

ভূতের ভিতর বিকট মুখোশ নিয়ে

তীব্র নৃত্য হল,দানাইবেলার হাড়

আমাদের পুজোর অঙ্গ ছিঁড়ে এল

কোনো বপ-ধর্ম,নাম হল না বলে

ভূকুটীর পাণিগ্রহণ থেকে তুলেছি

শ্যামাতারার অলৌকিক রূপজোড়া

আজকাল বুঝি না তোমায়,কিভাবে যে,

জন্মসংকেত দিয়ে চলে যাবে তুমি!

শেয়ার করতে:

You cannot copy content of this page