কবিতা।। সূর্য জন্মের প্রতিশ্রুতি।। সৈকত ঘোষ

১.
এই যে এতো চকচকে জীবন
এই যে মণিমুক্ত হাসি
এই যে পরিপাটি ভাঁজহীন ব্র্যান্ডেড ক্যাপশন
এ সবই আসলে একটা মিথ্যেকে সেলিব্রেট করা

হেরে যেতে যেতে যতো তুমি নিজেকে ভালোবেসে ফেলো
ততোই সহজদাহ্য জীবন অন্ধকারের সংজ্ঞা বদলে দেয়
তোমার আকাশে একে একে জ্বলে ওঠে তারা

এটাই ব্যতিক্রম, এটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস

তোমার আলোয় পাশাপাশি পোজ দিয়ে দাঁড়ায়
মৃত অতীত আর উজ্জ্বল ভবিষ্যৎ

২.
কয়েকটা নির্ঘুম সংলাপের পর
আঘাত আর সহানুভূতি পরস্পর জায়গা বদলে নেয়।
দেখি,
সময় কতটা শান্ত ও নির্বিকার।
দেখি,
তোমার ক্ষতচিহ্নগুলো অজান্তেই নিজের হয়ে ওঠে।
রাতের নিশ্বাসে মঞ্চ বদলে নেয় শিকারি বাঘ।

তুমি স্বপ্নের ভিতর নিষ্ক্রিয় জানলা খুলে দাও,
হয়তো পুরোনো অভ্যেস।

আমি চোখে চোখ রেখে নিজেকে লুকিয়ে ফেলি

হাসি মুখে অভিনয় করে যায় জীবন।

শেয়ার করতে:

You cannot copy content of this page