বেদানায় বেদনা নয়

তৃতীয়পক্ষ ওয়েব- গরম শুরু হলো বলে। কিন্তু কাজের সূত্রে এই চড়া রোদে প্রতিদিন বাইরে বেরোতেই হবে। সান ড্যামেজ এবং ট্যানের সমস্যায় নাজেহাল অবস্থা। মুখের মধ্যে অনেকেরই হয়তো কালচে দাগ-ছোপ পড়ে গিয়েছে।

গরমকালে ত্বকের পরিচর্যায় যেকোনও ফল রাখতে পারলে বেশ ভালো হয়। আর সেটা যদি হয় বেদানা, তাহলে তো কথাই নেই। বেদানা খেলে শরীরে যেমন পুষ্টিগুণ পাওয়া যায়। ঠিক তেমনই ত্বকের যত্নেও বেদানার জুড়ি মেলা ভার।

অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে এই ফলের মধ্যে। যার ফলে ত্বকের ঔজ্জ্বল্য ফিরে আসে। আবার অয়েলি স্কিন ও যাঁদের ব্রন-র সমস্যা রয়েছে তাঁদের জন্যে খুব ভাল স্ক্রাবার হিসেবে কাজ করে বেদানা। মুখের সিরাম এবং টোনার হিসেবেও ব্যবহার করা যায় বেদানার রস।

রোদে বেরোনোর জন্যে অনেকের মুখেই  কালচে দাগ-ছোপ পড়ে যায়। এক্ষেত্রে কাজে লাগে বেদানা। সান ড্যামেজ এবং ট্যান দূর করতে খুব ভালো কাজ করে বেদানা।

বেদানার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যার সাহায্যে ডার্ক সার্কেল, পিগমেন্টেশন দূর হয়। পাশাপাশি বলিরেখা দূর করতেও সাহায্য করে বেদানা।

বেদানা চুলকানি, র‍্যাশ, অ্যালার্জি, লাল হয়ে যাওয়া বিভিন্ন সমস্যা দূর করে। এই ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। যার প্রভাবেই ব্রণ এবং অন্যান্য সমস্যা দূর হয়।

ত্বকের ডিটক্সিফিকেশন অর্থাৎ মরা কোষ দূর করে উজ্জ্বলতা ফিরিয়ে আনেট বেদানার জুরি মেলা ভার। এতে ত্বক হয় নরম এবং মসৃণ।

শেয়ার করতে:

You cannot copy content of this page