পয়তাল্লিশতম কলকাতা বইমেলায় এক অমূল্য পুস্তকের আবরণ উন্মোচন

কোনো লেখক যখন সৃষ্টিতে বিভোর হয়ে তাঁর  সম্পূর্ণটুকু সাধনা ঢেলে দিয়ে কাঠামোতে একটু একটু করে শব্দের মাটির  প্রলেপ দিয়ে যান সম্পূর্ণতার পথে ,তখন তিনি জানেন না তার গতিপথ, সময়ের হাত ধরে!

স্রষ্টা সৃষ্টির আনন্দেই বিভোর থাকেন। কিন্তু সৃষ্টি যখন সম্পূর্ণ তখন তা সন্তানের অধিকার দাবী করে পিতার কাছে, আলো হাওয়ায় প্রকাশের।

এই প্রকাশ তখন স্রষ্টার মানসিক আর্তির এক অনুরণন এবং সেই অনুরণনে প্রথম অনুকূল পরিবেশ প্রদান করেছিল “তৃতীয় পক্ষ”।

তৃতীয়  পক্ষের মাধ্যমেই সর্বযুগের সর্বকালের আধুনিক মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন অবলম্বনে শ্রদ্ধেয় বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার প্রাপ্ত লেখক এবং বৃত্ত , অন্য বৃত্ত  , জানার মাঝে অজানারে সহ একের পর এক অনবদ্য উপন্যাস সৃষ্টির স্রষ্টা রামেশ্বর দত্ত’র  অবিস্মরণীয় এবং স্বতন্ত্র সৃষ্টি  বাংলা সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন ভিত্তিক প্রথম উপন্যাস  “আবার এসো ফিরে”  আলো হাওয়ায় প্রকাশের সুযোগ পেয়েছিল।

তাই পাণ্ডুলিপির প্রথম পাঠক হিসেবে আমি, অধুনা ব্যঙ্গালোরবাসী মৌসুমী পারুই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই “তৃতীয় পক্ষ“কে। তৃতীয় পক্ষের মাধ্যমেই পাঠকের দরবারে সাহিত্যিক শ্রী রামেশ্বর দত্ত বিদ্যাসাগরকে ফিরিয়ে এনেছিলেন।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা নৈর্ঋত প্রকাশনকে।

তৃতীয় পক্ষে আত্মপ্রকাশ হওয়া “আবার এসো ফিরে” কে তারা পাঠকের হাতে বই আকারে তুলে দিয়ে বাংলা সাহিত্যের ভাণ্ডারে এক অসাধারণ সর্বজনের পঠনের উপযুক্ত উপন্যাস সংযোজন করেছেন  এবং তা যে কত অমূল্য তা  সময়  বিচার করবে, বিচার করবে পাঠক।

কিন্তু আধুনিক ব্যবসায়িক যুগে লেখকের থেকে কোনো রকম আর্থিক মূল্য ছাড়া বইপ্রকাশ এবং তার জন্য উপযুক্ত সাম্মানিক প্রদান এ যুগে বই প্রকাশনের ক্ষেত্রে যেখানে  বিরল হয়ে উঠছে, সেখানে নৈর্ঋত প্রকাশন সংস্থা সেই কাজটি যেভাবে সততার সঙ্গে করেছে তা এক বিরল দৃষ্টান্ত বর্তমান সময়ে দাঁড়িয়ে।

পয়লা মার্চ(১ লা মার্চ ২০২২ ) পঁয়তাল্লিশতম কলকাতা বইমেলার প্রেস কর্নারে অনুষ্ঠিত পুস্তক প্রকাশনের অনুষ্ঠানে প্রখ্যাত সাহিত্যিক বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ পবিত্র সরকার, সাহিত্যিক শ্রদ্ধেয় তপন বন্দ্যোপাধ্যায়,শ্যামল চক্রবর্তী,শেখর বসু, প্রচেত গুপ্ত, পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল সান্যাল, কিশোর ভারতী পত্রিকার সহ-সম্পাদক সাহিত্যিক চুমকি চট্টোপাধ্যায় এবং শুকতারা ও নবকল্লোল পত্রিকার সম্পাদক রূপা মজুমদারের উপস্থিতিতে “আবার এসো ফিরে”র  মোড়ক উন্মোচন হল এবং তা বাংলা  সাহিত্যের অঙ্গনে  তার  পাকাপোক্ত জায়গা করে  নিতে সময়ের বুকে পাড়ি জমাল ।

 

বইয়ের প্রাপ্তিস্থান ঃ কলকাতা বইমেলা স্টল নং ২৪৬

 

শেয়ার করতে:

You cannot copy content of this page