হবু মায়েদের চুলের সমস্যার সমাধান এবার হাতের কাছে  

তৃতীয়পক্ষ ওয়েব- মাতৃত্ব সব মেয়ের জীবনেই চির আকাঙ্খিত। নারীত্বের পূর্ণবিকাশ তাঁর মাতৃরূপে। সন্তানসম্ভবা মায়ের সৌন্দর্য তাই স্বাভাবিকভাবেই উজ্জ্বল। তবে এই সময় মেয়েদের শরীরে হরমোনের পরিবর্তনের জন্য ত্বক ও চুলের নানা রকম সমস্যা দেখা দিতে শুরু করে।

গর্ভাবস্থায় ন’মাস, এমনকী ডেলিভারির পরও অনেকের চুল উঠে যায়। চুল অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়া, চুল পড়া, ড্যামেজড চুলের সমস্যা থেকে বাঁচতে প্রথম থেকেই চুলের যত্ন নিন, এতে সমস্যা কমবে। চুলের যে কোনও সমস্যা কমাতে সবার প্রথমে চুল পরিষ্কার রাখা প্রয়োজন। কিভাবে চুলের পরিচর্যা করবেন! রইল তার টিপস।

  1. সপ্তাহে দু’তিনদিন একটু সময় বের করে মাইল্ড অ্যারোমেটিক শ্যাম্পু ব্যবহার করে স্ক্যাল্প ও চুল ভাল ভাল করে পরিষ্কার করে নিন।
  2. শ্যাম্পু করার পর সব সময় বেশি জল দিয়ে চুল ধোবেন।
  3. ভিজে চুল কখনই আঁচড়াবেন না। আধশুকনো হলে আঙুল দিয়ে প্রথমে জট ছাড়িয়ে নিয়ে তারপর বড় দাঁড়ার কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ান।
  4. এই সময় চুল পড়ার সমস্যা মারাত্মক আকার ধারণ করে। চা-পাতা জলে ফুটিয়ে লিকার তৈরি করে নিন। ঠান্ডা হলে ছেঁকে এর সঙ্গে পাতিলেবুর রস মেশান। নিয়মিত এটি করলে চুল পড়ার সমস্যা কিছুটা হলেও কমবে।
  5. সপ্তাহে একদিন বা দু’দিন হট অয়েল মাসাজ করুন আমন্ড অয়েল বা নারকেল তেল দিয়ে।
  6. চুল বেশি শুষ্ক হয়ে গেলে একটা পাকা কলা ভালো করে চটকে নিন। এর সঙ্গে পাঁচ চামচ মধু, দু’চামচ সূর্যমুখী তেল মিশিয়ে স্ক্যাল্পে ও চুলে লাগিয়ে নিন। নিশ্চিত উপকার পাবেন।
  7. ড্যামেজড হেয়ার ভালো রাখুন টক দই, ডিম, মধু ও সামান্য ক্যাস্টর অয়েল একসঙ্গে মিশিয়ে স্ক্যাল্পে ও চুলে লাগিয়ে নিন। আধঘন্টা পর জল দিয়ে ধুয়ে শ্যাম্পু করে নিন। এই প্যাক চুলে পুষ্টি জোগাবে।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page