‘রাইসিনা হিল’ রাষ্ট্রপতি পদে কে?
তৃতীয়পক্ষ ওয়েব- ভোটগ্রহণ হয়ে গেছে আগেই। বেছে নেওয়ার পালা চলছে ভারতের নতুন রাষ্ট্রপতির। বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে শুরু হয়েছে ভোটগণনা। এরপরই জানা যাবে ভারতের ১৫তম রাষ্ট্রপতির নাম।
রাইসিনার লড়াইয়ে এবারের প্রার্থী দ্রৌপদী মুর্মু এবং যশবন্ত সিনহা। সংখ্যা এবং সমর্থনের বিচারে অনেকটাই এগিয়ে রয়েছেন দ্রৌপদী। এদিকে কিছুটা পিছিয়ে যশবন্ত। তবে লড়াইয়ের ময়দান ছাড়তে রাজি নন তিনি।
Delhi | Counting of votes for Presidential election underway in Parliament pic.twitter.com/XBf84ADeEc
— ANI (@ANI) July 21, 2022
দ্রৌপদী মুর্মু জিতলে ভারত পাবে দেশের ইতিহাসে প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট আদিবাসী আবেগকে কাজে লাগিয়ে এগিয়ে দিয়েছেন দ্রৌপদী মুর্মুকে। অন্যদিকে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত প্রার্থী যশবন্ত সিনহাকে সর্বসম্মত ভাবে সমর্থন করেছে বিরোধী দলগুলি।
দেশের শীর্ষ সাংবিধানিক পদের নির্বাচন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন, “শুধুমাত্র আদিবাসীরা নয় দেশের প্রথম জনজাতি রাষ্ট্রপতি পেয়ে দেশের সকলেই গর্বিত। আমি জানি আদিবাসী নেতারা দ্রৌপদীকে শুভেচ্ছা জানাতে দিল্লি আসছেন।”
অন্যদিকে যশবন্তের জয়ের ব্যাপারে আশাবাদী বিরোধী দলও। ভোটের দিন যশবন্তের গলায় শোনা গিয়েছিল, অন্তরাত্মার ডাক শুনে তবেই তাঁকে ভোট দেওয়ার জন্য। আজ, বিকেলেই পরিষ্কার হয়ে যাবে কে বসবেন রাইসিনা হিলের গদিতে।