Prophet Song: বুকার প্রাইজ পেলেন আইরিশ লেখক পল লিঞ্চ
Prophet Song: বুকার প্রাইজ পেলেন আইরিশ লেখক পল লিঞ্চ
তৃতীয়পক্ষ ওয়েব ডেস্কঃ উপন্যাস “প্রফেট সং”-এর জন্য আইরিশ লেখক পল লিঞ্চ বুকার প্রাইজ পেলেন । ২০২৩-এর বুকার পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। গতকাল লন্ডনে এক অনুষ্ঠানে এই ঘোষণাটি করা হয়েছে। লিঞ্চ পঞ্চম আইরিশ লেখক, যিনি সাহিত্য ক্ষেত্রে সম্মানজনক বুকার জয় করলেন। এই প্রথম সম্মানজনক কোনো পুরস্কার পেলেন ৪৬ বছর বয়সী লেখক লিঞ্চ।
সিরিয়া যুদ্ধ এবং শরণার্থীদের সঙ্কটে অনুপ্রাণিত হয়ে লেখা ‘প্রফেট সং’ (Profet song)উপন্যাসে উঠে এসেছে আয়ারল্যান্ডের ডাবলিনের একটি পরিবারের গল্প। দীর্ঘদিন ধরে যে গণতান্ত্রিক নিয়মরীতির মধ্যে পরিবারটি বেড়ে উঠেছে, হারিয়ে যেতে বসা সেই ব্যবস্থায় মানিয়ে নিতে পরিবারটির কঠিন লড়াইয়ের কথা উঠে এসেছে উপন্যাসে।
পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় লন্ডনের ওল্ড বিলিংসগেটে মঞ্চে দাঁড়িয়ে পল লিঞ্চ বলেন, বুকার পুরস্কার আয়ারল্যান্ডে (Ireland)ফিরিয়ে নিতে পেরে তিনি আনন্দিত।
লিমেরিকে জন্ম নেওয়া এবং বর্তমানে ডাবলিনে বসবাস করা এই লেখকের ভাষ্য, এমন একটি উপন্যাস লেখাটা মোটেই সহজ ছিল না।
ডাবলিনে ঘটে যাওয়া দাঙ্গার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যা ঘটেছে, তাতে তিনি বিস্মিত হয়েছেন। “এ ঘটনাকে একটি সতর্কবার্তা হিসেবে দেখা উচিত আমাদের,” বলেন এই আইরিশ লেখক। পুরস্কারের অর্থ হিসেবে পাওয়া ৫০ হাজার পাউন্ডের কিছু অংশ বন্ধকী সম্পত্তি মুক্ত করতে ব্যয় করবেন বলেও জানিয়েছেন তিনি।
‘প্রফেট সং’ পল লিঞ্চের পঞ্চম বই এবং চার বছর ধরে লিখেছেন এটি। তিনি যখন উপন্যাসটি লিখতে শুরু করেন, তখন মাত্র তার ছেলের জন্ম হয়েছে, আর যখন লেখা শেষ করেছেন, ততদিনে ছেলে বাইকে চড়তে শিখে গেছে।