প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ, তিনিই সবচেয়ে বেশিদিন ব্রিটেনের সম্রাজ্ঞী থেকেছেন
তৃতীয়পক্ষ ওয়েব- ৯৬ বছর বয়সে প্রয়াত হলেন ব্রিটেনের রানি এলিজাবেথ৷ ব্রিটেনের সম্রাজ্ঞী হয়ে তিনিই ছিলেন সর্বোচ্চ সময়কাল৷ বাকিংহ্যাম প্যালেসের পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়, শারীরিক অবস্থার অবনতি হয়েছে তাঁর৷ এরপর চার সন্তানকে ডেকে পাঠানো হয়৷ ভারতীয় সময় ১১টার পর ঘোষণা করা হয়, প্রয়াত হয়েছেন রানি এলিজাবেথ৷
রানি এলিজাবেথ ইংল্যান্ডের দীর্ঘ সময়ের জন্য দায়িত্বে থাকা শাসক৷ ২০২১-এর অক্টোবর মাস থেকে তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন ৷ রাজা জর্জের পর ১৯৫২ সালে ইংল্যান্ডের রাজ পরিবারের শীর্ষে বসেছিলেন রানি এলিজাবেথ৷ কিছুদিন আগেই উদযাপন করেছিলেন তাঁর রাজত্বকালের ৭০ তম বর্ষ৷
বাকিংহ্যাম প্যালেসের পক্ষ থেকে বিবৃতি জারি করা হয় আগে, তাতে বলা হয়ে, চিকিৎসকরা রানির স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, তাঁকে পূর্ণ মাত্রায় চিকিৎসকের নজরদারিতে থাকতে বলা হয়েছে৷ স্বাস্থ্যের অবস্থার দ্রুত পরিবর্তন হলে বুলেটিন জারি করে পুরো বিষয়টি সাধারণ মানুষকে নিশ্চিত ভাবে জানানো হবে৷ এর পরেই ভারতীয় সময় ১১টায় জানানো হয় প্রয়াত হয়েছেন রানি৷