কানাডার ৮৭৩ নম্বর ঘরের খবর জানেন কি?
কানাডার ব্যানফ স্প্রিংস হোটেল। ছুটি কাটানোর জন্যে এক জনপ্রিয় জায়গা। বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিরা আসেন এই হোটেলে অবসর যাপন করতে। কিন্তু এই অভিজাত হোটেলের মধ্যেই লুকিয়ে রয়েছে রহস্য। স্যাম ম্যাককাউলি-দ্য বেলম্যান, ড্যান্সিং ব্রাইড এবং রুম নম্বর ৮৭৩-এর মতো বেশ কিছু ভৌতিক কাহিনি এই হোটেলের সঙ্গে যুক্ত।
কথিত আছে, এই হোটেলের ৮৭৩ নম্বর ঘরটি নাকি ভীষণ রহস্যময়। গেস্ট তো নয়ই এই ঘরে হোটেলের কর্মচারীদেরও প্রবেশ করতে দেওয়া হয় না। কেউ প্রবেশ করবেনই বা কী করে, এই ঘরে কোনও দরজাই নেই।
হ্যাঁ, ঠিকই পড়ছেন। এই ঘরে কোনও দরজা নেই। ৮৭৩ নম্বর ঘরটি রয়েছে হোটেলের আট নম্বর তলায়। না এটাও ভুল, এই ঘরটিই নাকি নেই। মানে ঘর আছে কিন্তু তার অস্তিত্ব নাকি কেউ দেখতে পান না। বদলে চোখে পড়ে একটি ফাঁকা দেওয়ালের বড় অংশ। যার দরজা সহ গোটা ঘরটিই অদৃশ্য।
শোনা কথা, অতীতে এক দম্পতি তাঁদের মেয়েকে সঙ্গে নিয়ে এই ৮৭৩ নম্বর ঘরটিতে উঠেছিলেন। সেখানেই নাকি স্বামীটি পাগল হয়ে যান। তিনি নিজের স্ত্রী এবং কন্যাকে হত্যা করেন। এরপর এই ঘটনার পরেই হোটেল কর্তৃপক্ষ এই ঘর সংস্কার করেন। কিন্তু এরপরেও এই ঘর থেকে তাঁদের চিৎকার শোনা যেতে থাকে। ঘটনার পরেই ঘরটি পুরোপুরি সিল করে দেওয়ার সিদ্ধান্ত নেন হোটেল কর্তৃপক্ষ।